আমরা বর্তমানে কথাও ঘুরতে গেলেই মিনিমাম দুই তিনশো ছবি তো তুলেই ফেলি...
আর চিন্তা থাকে আজ ফেইসবুকে আপলোড দিয়া ফাটাইয়া ফালামু...
মাগার এখন হাতে হাতে ডিজিটাল ক্যামেরা... কারো আবার ডি এস এল আর...
আমি গরীবের এখন ডি এস এল আর কিনার স্বপ্ন পূরণ হয় নাই। :পি
যাই হোক তো এই সব ক্যামেরার ইমেজ এর সাইজ তো আল্লাহ্ এর মেহেরবানি তে এক একটা মিনিমাম ২ থেকে ৩ এম.বি।
এখন ৩ এম.বি এর যদি ৫০ টা ছবি আপলোড দেন তাইলে,
৩ গুন ৫০ সমান সমান ১৫০ এম.বি।
ব্রডব্যান্ড ইউজার দের জন্য এইটা কোন ব্যাপার না হলেও,
আমাদের মতো বাংলার বিলাইয়ের ইউজারদের জন্য এত বড় ফাইল আপলোড মানে Horror Dreamz
তাই আমি যেই সফটওয়্যারটি শেয়ার করব সেইটা দিয়ে অনেক সহজেই এত গুলো ইমেজ এর সাইজ ছোট করা যাবে।
এক্ষেত্রে কিছুটা রেজুলেশন ও কমবে, কিন্তু তাতে ছবি খারাপ হবে না, বুঝাও যাবে না। এর এমনি ফেসবুকে আপনি ১০ mb এর একটি ইমেজ দিলে সে নিজেই তা কনভার্ট করে আপলোড নে। তো খামাখা কেন mb কেন খরচ করব। এম.বি থেকে ও ভয়ানক হল এত সময় কেন নষ্ট করব।
আসুন এবার সফটওয়্যারটির কাজের বর্ণনার স্ক্রীনশট দেখা যাকঃ-
ডাউনলোড
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন