Pages

আপনি পৃথিবীর কততম মানুষ জানেনকি?



আমি পৃথিবীর 5,063,710,982 তম মানুষ। আপনি?


সাতশ’তম অথবা আটশ’তম ব্যক্তির হিসেবে হয়তো অনেকেই রাখেন। বিশেষ করে বিশ্বের জনসংখ্যা ব্যুরোগুলোতে এই সৌভাগ্যবান ব্যক্তির নাম অনেকটা যত্নসহকারে লেখা থাকে। কিন্তু আপনি কততম সে খবর রাখে কে?

তব পরিসংখ্যানবিদ আর গবেষকরাতো বসে নেই। বিশ্বের সব মানুষই যেন জনসংখ্যায় নিজের অবস্থান জানতে পারেন সে জন্য তারা আবিষ্কার করেছেন এক বিস্ময়কর অনলাইন ক্যালকুলেটর!

নির্দেশনা মতো আপনার জন্মতারিখ অর্থাৎ তারিখ, মাস, বছরের ঘর পূরণ করে ‘গো’ অর্থাৎ সার্চে ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার অবস্থান!

লিঃক এ জান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger Widgets