Pages

অ্যান্ড্রয়েডের জন্য এবার ধুম-৩ এইচডি গেম




ধুম-৩ (Dhoom-3) অনেক প্রতিক্ষিত ও থ্রিলারধর্মী একটি মুভি। যা অনেক যুক্তরাস্ট্রের সিকাগো’তে (Chicago) চিত্রায়ন করা হয়েছে। যদিও এই মুভিটি এখনো মুক্তি পায়নি। তবুও গেম ডেভেলপাররা এই মুভিটির উপর ভিত্তি করে অ্যান্ড্রয়েডের জন্য একটি গেম তৈরী করা করেছে। গেমটির গ্রাফিক্স কোয়ালিটি(Graphics Quality) এইচডি । এছাড়া গেমটিতে ‘টেম্পল রান’ (Temple Run)-এর মতো মিশন রয়েছে। এছাড়া রয়েছে স্টোর (Store), যেখান থেকে পছন্দনীয় সব কসটিউম (Costume), বাইক (Bike) ইত্যাদি ক্রয় করা যাবে নির্দিষ্ট কিছু কয়েনের(Coin) বিনিময়ে।

গেমটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।


দুনিয়ার যে কোন স্থান থেকে আপনার মোবাইল এর এস.এম.এস দেখুন, পাঠান এবং ফোন করুন, ফোন রিসিভ করুন, এবং আপনার কাছে আসা এস.এম.এস গুলো অটোমেটিক আপনার মেইলে চলে যাবে।



১. মনে করুন আপনি বাসায় মোবাইলটি রেখে গেলেন এখন আপনার জরুলী এস.এম.এস/ ফোন আসতে পারে সে গুলো ত দেখার কোন সুযোগ নাই। তাই না? কারণ আপনি ফোন থেকে অনেক দুরে আছেন।


২. এই সমস্যার সমাধান করে দিচ্ছে  mysms.com অথবা http://www.mysms.com/index.php  প্রথমে এই সাইচে গিয়ে দুইটি জিনিস করতে হবে। আপনার মোবাইল অনুসারে (এন্ডয়েড, আইফোন, ইত্যাদি) মোবাইল এর জন্য Apps Download করবেন। এবং আপনার কম্পউটারের জন্য অপারেটিং সিস্টেম অনুসারে (Windows Xp, Windows 7, Mac) Software download করবেন। তবে ভাল হয় যদি কম্পিউটারের জন্য প্রথম সফটওয়ারটি ডাউনলোড করে Next, Next করে সেট দিলেই আপনার ফোন নাম্বার চাওয়া হবে। আপনি আপনার নাম্বারটি দিবেন।



৩. আপনার মোবাইলে চলে আসবে একটি এস.এম.এস সেখান থেকেই আপনি পাবেন মোবাইল এর জন্য Apps download করার লিংক। আর আপনি চাইলে সরাসরি প্লে-স্টোর থেকেই ডাউনলোড করতে পারেন।

লিংক: https://play.google.com/store/apps/details?id=com.mysms.android.sms



৪. আর এই সব গুলো এই পর্যন্ত আসা পর্যন্ত আপনার মোবাইল এবং কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকা দরকার সেটি নিশ্চই বুঝতে পেরেছেন।

৫. মোবাইলে যে Apps টি ইনস্টল করবেন সেটির সেটিং অপশানে গেলেই আপনি পেয়ে যাবেন কি কি কাজ দুরবর্তী স্থান অথাৎ আপনি অনলাইন এর মাধ্যমে আপনি সুযোগ সুবিধা পাবেন তা নিধারণ করতে হবে। যেমন। কল-লগ দেখা, ফোন রিসিভ করা, মেইল, ড্রপবক্স, গুগুল ড্রাইভে এস.এম.এস যাবে কি না। এই গুলো।

৬. আপনি এখন https://app.mysms.com যান, আপনার যে নাম্বারটি দিয়েছিলেন এবং পাসওয়াড দিয়েছিলেন কম্পিউটারের সফটওয়ার সেটআপদেওয়ার সময় সেটি দিন। যদি না দিয়ে থাকেন তা হলে নতুন করে Sign up করে নিন।



৭. এখন আপনার মোবাইলটি যেখানেই থাকুক না কেন যদি ইন্টারনেট কানেক্ট থাকে তা হলে সেটিকে আপনি ব্যবহার করতে পারবেন। যেমন : (আপনার মোবাইল এর এস.এম.এস দেখুন, পাঠান এবং ফোন করুন, ফোন রিসিভ করুন, এবং আপনার কাছে আসা এস.এম.এস গুলো অটোমেটিক আপনার মেইলে চলে যাবে।)



৮. আর যদি আপনার মোবাইলে ইন্টারনেট কানেক্সন না থাকে অথবা বন্ধ অবস্থায় থাকে তাহেলে সর্বশেষে যে লগিং করেছিলেন সেই অনুসারে এস.এম.এস. / কল -লগ/ আর কন্টাক নাম্বার গুলো দেখতে পারবেন।

যাই হক একটু চেষ্টা করুণ কাজে লাগার মইত একটি জিনিস। আমি নিজে ব্যবহার করে সকল কিছু টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম যদি কেউ সমস্যায় পরেন অবশ্যই আওয়াজ দিবেন।

এবার সম্পুরন Galaxy কে দেখুন আপনার Android এ । সাথে Krrish3 আর Dhoom3 এর .apk ফাইল ডাউনলোড করুন Mediafire লিঙ্ক থেকে



মহাকাশ দেখতে কার না ভাল লাগে ?... রাতের বেলা আকাশের দিকে তাকালে দেখতে পাওয়া জায় অগনিত বিশাল মহাকাশকে । যদি এমন হত যে "যে তারার দিকেই তাকাবেন, সে তারার ডিটেইল ই সাথে সাথে জানিয়ে দেবে আপনার ফোন "


হ্যা , এখন আপনি ও পারবেন Total Galaxy কে আপনার Android সেট এ দেখতে ।

শুধু একটা ছোটো App দিয়ে ।।

আর কথা না বাড়িয়ে কাজে আসা জাক ।




Apps Name : Google Sky Map


আর হ্যা, যদি আপনার মোবাইল এ GPS, Gravity sensor এবং Compus Sensor থাকে, তাহলে তো মজার শেস ই হবে না । আর ও মজা পেতে চাইলে তারাতারি Download করেন ।

Apps ScreenShot :


: : View Detail in Google Play Store By Clicking Here : :


: : Download Link ( Mediafire ) : :






এবার Extra উপহার গুলো নিয়ে নিন ।


১. ) ডাউনলোড করে নিন Latest Games Krrish3 .


Krrish3 Games Screenshot :


: : Google Play Store Link  : :


: : Download Link ( Mediafire) : :






২. ) ডাউনলোড করে নিন Latest Games Dhoom 3 .


Dhoom3 ScreenShot :


: : Google Play Store Link : :


: : Download Link (  Mediafire ) : :


এন্ড্রয়েড-KitKat-Launcher-প্রিমিয়াম-থিমটি-ডাউনলোড-করুন-ফ্রিতে!!



আপনারা যারা এন্ড্রয়েড ইউজার বিশেষ করে তাদেরই এটা লাগবে।আমরা জানি যে এন্ড্রয়েড তার একটা নতুন ভার্সন বের করেছে যার নাম কিটক্যাট।যাই হোক আপনাদের জন্য আমি KitKat Launcher নামের $২.০৬ দামের থিমটা ফ্রিতে নিয়ে এলাম সাথে কিছু ফিচার আপনাদেরকে জানাবো।আমার কাছে দারুন লেগেছে থিমটা।আপনারা এন্ড্রয়েড ইউজাররা এটা ব্যাবহার করে দেখতে পারেন। চলুন জেনে নিই অল্প কিছু ফিচার যা আপনার কাজে দিতে পারে।আমি আসলে ফিচার গুলো বাংলা ইংলিশ মিলিয়ে দিয়েছি আপনাদের বুঝার সার্থে।
1) Simple, Fast and Smooth!


2) নতুন সব এন্ড্রয়েড থিমের experience

3) হোম স্ক্রিন নিজের ইচ্ছা মত পাল্টানোর সুবিধা.

4) যে আইকন গুলো সাপোর্ট করবে সেগুলো হলো ( Nova/Apex icon pack fully compatible)

5) Support translucent top and bottom bar for android 4.4 and some devices with native support.

6) Nexus 5 wallpapers.

আপনাদের জন্য কয়েকটি স্ক্রিনশর্ট ও দিয়ে দিলাম যাতে আপনাদের থিমটি সম্পর্কে একটা ভালো ধারনা নিতে পারেন।
jccbsdjbhrjnvejkvn

uhvwidwjbk

থিমটি চালাতে হলে রিকোয়ারমেন্টস হলো:

এন্ড্রয়েড 4.0 এবং তার উপরে

ফাইল সাইজ ১৫ মেগার মতো হবে।

 

 

আপনি কেন মিস করবেন ??? আপনি ও বেঁছে নিন 21 টি Free Web Hosting থেকে আপনার টি?? Almost ফ্রী ??? এবার হবেই…হবে

২১ টি Free Wab Hosting. অনলাইনে অনেক Wab Hosting Site আছে। যেগুলো ধারা Wab Site আমরা তৈরি করে থাকি ।
কিন্তু আমি আপনাদের ২১ টি Free Wab Hosting site দিলাম। আশা করি যেগুলো ধারা আপনার ও Free Wab Site তৈরি করতে পারবেন ।

আর কথা না বারাই ! কাজের কথায় আসি ।

1 • Zymic
Gives you:
• 5 GB disk space per account with unlimited account per users
• 50 GB of monthly data transfer



2 • XtreemHost
Gives you:
• 5.5 GB disk space
• 200 GB of monthly data transfer



3 • Hosting-Engine
Gives you:
• 150 MB disk space
• 4 GB of monthly data transfer



4 • Freehostia
• 250 MB disk space
• 6 GB of monthly data transfer



5 • PhpNet
Gives you:
• 350 MB disk space
• 15 GB of monthly data transfer


সব গুলো বিস্তারিত দিলাম না । একটু কষ্ট হলেও গুড়ে দেখবেন। যেকোনো একটি Wab Hosting Site হলেও ?
আসা করি কাজে দেবেই !
6 • Biz.nf
7• Web.com
8 • GoDaddy
9 • SQUARESPACE
10 • WiX
11 • Homestead
12 • iPage webble
13 • Hub
14 • Simplesite
15 • Buildyoursite
16 • FREE wab hosting
17 • AwardSpace.net
18 • BIZ.LY
19 • ByetHost
20 • Yola.com
21 • x10Hosting

জিনিয়াস পাপী
Blogger Widgets