Pages

এনড্রয়েড অ্যাপ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
এনড্রয়েড অ্যাপ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

আপনার হারিয়ে যাওয়া এন্ড্রোয়েড ফোনকে খুঁজে বের করুন

আজ আমি আপনাদের এন্ড্রয়েড সম্পর্কিত একটি গুরুত্বপূর্ন এপ্ সম্পর্কে জানাব যা এন্ড্রয়েড এন জন্য খুবই দরকারি, এই এপটি আপনার এন্ড্রয়েডকে হারানোর পর আপনার কাছে ফিরিয়ে আনতে সাহায্য করবে। এর নাম xtrasec mobile security.


তো মূল কথায় আসা যাক,এই এপসটি আপনার অবর্তমানে যখন কেউ আপনার ফোনের লক খোলার চেষ্টা করবে,front camera তখন তার ছবি তুলবে,আর আপনার email address setting menu তে রাখলে ছবিগুলো আপনাকে email করবে যা থেকে আপনি চোরকে চিনতে পারবেন।
এছাড়াও,এর settings মেনুতে আপনার পরিচিত অথবা আপনার নিজস্ব নম্বরগুলো add করে রাখলে যখনই কেউ আপনার সিমটি খুলে অন্য সিম লাগাবে সাথে সাথে এটি আপনাকে উক্ত সিম থেকে ফোনের লোকেশন পাঠাবে যা আপনার হারানো ফোন খোঁজায় আপনাকে সাহায্য করবে,এছাড়াও sms command এর মাধ্যমে আপনি ফোনের ডাটা মুছে ফেলা ছাড়াও আরো অনেক সুবিধা পাবেন।

এ্যপটি ডাউনলোডের জন্য  ক্লিক করুন সাইজ 858kb , Requires Android 2.3 and up

দুনিয়ার যে কোন স্থান থেকে আপনার মোবাইল এর এস.এম.এস দেখুন, পাঠান এবং ফোন করুন, ফোন রিসিভ করুন, এবং আপনার কাছে আসা এস.এম.এস গুলো অটোমেটিক আপনার মেইলে চলে যাবে।



১. মনে করুন আপনি বাসায় মোবাইলটি রেখে গেলেন এখন আপনার জরুলী এস.এম.এস/ ফোন আসতে পারে সে গুলো ত দেখার কোন সুযোগ নাই। তাই না? কারণ আপনি ফোন থেকে অনেক দুরে আছেন।


২. এই সমস্যার সমাধান করে দিচ্ছে  mysms.com অথবা http://www.mysms.com/index.php  প্রথমে এই সাইচে গিয়ে দুইটি জিনিস করতে হবে। আপনার মোবাইল অনুসারে (এন্ডয়েড, আইফোন, ইত্যাদি) মোবাইল এর জন্য Apps Download করবেন। এবং আপনার কম্পউটারের জন্য অপারেটিং সিস্টেম অনুসারে (Windows Xp, Windows 7, Mac) Software download করবেন। তবে ভাল হয় যদি কম্পিউটারের জন্য প্রথম সফটওয়ারটি ডাউনলোড করে Next, Next করে সেট দিলেই আপনার ফোন নাম্বার চাওয়া হবে। আপনি আপনার নাম্বারটি দিবেন।



৩. আপনার মোবাইলে চলে আসবে একটি এস.এম.এস সেখান থেকেই আপনি পাবেন মোবাইল এর জন্য Apps download করার লিংক। আর আপনি চাইলে সরাসরি প্লে-স্টোর থেকেই ডাউনলোড করতে পারেন।

লিংক: https://play.google.com/store/apps/details?id=com.mysms.android.sms



৪. আর এই সব গুলো এই পর্যন্ত আসা পর্যন্ত আপনার মোবাইল এবং কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকা দরকার সেটি নিশ্চই বুঝতে পেরেছেন।

৫. মোবাইলে যে Apps টি ইনস্টল করবেন সেটির সেটিং অপশানে গেলেই আপনি পেয়ে যাবেন কি কি কাজ দুরবর্তী স্থান অথাৎ আপনি অনলাইন এর মাধ্যমে আপনি সুযোগ সুবিধা পাবেন তা নিধারণ করতে হবে। যেমন। কল-লগ দেখা, ফোন রিসিভ করা, মেইল, ড্রপবক্স, গুগুল ড্রাইভে এস.এম.এস যাবে কি না। এই গুলো।

৬. আপনি এখন https://app.mysms.com যান, আপনার যে নাম্বারটি দিয়েছিলেন এবং পাসওয়াড দিয়েছিলেন কম্পিউটারের সফটওয়ার সেটআপদেওয়ার সময় সেটি দিন। যদি না দিয়ে থাকেন তা হলে নতুন করে Sign up করে নিন।



৭. এখন আপনার মোবাইলটি যেখানেই থাকুক না কেন যদি ইন্টারনেট কানেক্ট থাকে তা হলে সেটিকে আপনি ব্যবহার করতে পারবেন। যেমন : (আপনার মোবাইল এর এস.এম.এস দেখুন, পাঠান এবং ফোন করুন, ফোন রিসিভ করুন, এবং আপনার কাছে আসা এস.এম.এস গুলো অটোমেটিক আপনার মেইলে চলে যাবে।)



৮. আর যদি আপনার মোবাইলে ইন্টারনেট কানেক্সন না থাকে অথবা বন্ধ অবস্থায় থাকে তাহেলে সর্বশেষে যে লগিং করেছিলেন সেই অনুসারে এস.এম.এস. / কল -লগ/ আর কন্টাক নাম্বার গুলো দেখতে পারবেন।

যাই হক একটু চেষ্টা করুণ কাজে লাগার মইত একটি জিনিস। আমি নিজে ব্যবহার করে সকল কিছু টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম যদি কেউ সমস্যায় পরেন অবশ্যই আওয়াজ দিবেন।

এবার সম্পুরন Galaxy কে দেখুন আপনার Android এ । সাথে Krrish3 আর Dhoom3 এর .apk ফাইল ডাউনলোড করুন Mediafire লিঙ্ক থেকে



মহাকাশ দেখতে কার না ভাল লাগে ?... রাতের বেলা আকাশের দিকে তাকালে দেখতে পাওয়া জায় অগনিত বিশাল মহাকাশকে । যদি এমন হত যে "যে তারার দিকেই তাকাবেন, সে তারার ডিটেইল ই সাথে সাথে জানিয়ে দেবে আপনার ফোন "


হ্যা , এখন আপনি ও পারবেন Total Galaxy কে আপনার Android সেট এ দেখতে ।

শুধু একটা ছোটো App দিয়ে ।।

আর কথা না বাড়িয়ে কাজে আসা জাক ।




Apps Name : Google Sky Map


আর হ্যা, যদি আপনার মোবাইল এ GPS, Gravity sensor এবং Compus Sensor থাকে, তাহলে তো মজার শেস ই হবে না । আর ও মজা পেতে চাইলে তারাতারি Download করেন ।

Apps ScreenShot :


: : View Detail in Google Play Store By Clicking Here : :


: : Download Link ( Mediafire ) : :






এবার Extra উপহার গুলো নিয়ে নিন ।


১. ) ডাউনলোড করে নিন Latest Games Krrish3 .


Krrish3 Games Screenshot :


: : Google Play Store Link  : :


: : Download Link ( Mediafire) : :






২. ) ডাউনলোড করে নিন Latest Games Dhoom 3 .


Dhoom3 ScreenShot :


: : Google Play Store Link : :


: : Download Link (  Mediafire ) : :


এন্ড্রয়েড-KitKat-Launcher-প্রিমিয়াম-থিমটি-ডাউনলোড-করুন-ফ্রিতে!!



আপনারা যারা এন্ড্রয়েড ইউজার বিশেষ করে তাদেরই এটা লাগবে।আমরা জানি যে এন্ড্রয়েড তার একটা নতুন ভার্সন বের করেছে যার নাম কিটক্যাট।যাই হোক আপনাদের জন্য আমি KitKat Launcher নামের $২.০৬ দামের থিমটা ফ্রিতে নিয়ে এলাম সাথে কিছু ফিচার আপনাদেরকে জানাবো।আমার কাছে দারুন লেগেছে থিমটা।আপনারা এন্ড্রয়েড ইউজাররা এটা ব্যাবহার করে দেখতে পারেন। চলুন জেনে নিই অল্প কিছু ফিচার যা আপনার কাজে দিতে পারে।আমি আসলে ফিচার গুলো বাংলা ইংলিশ মিলিয়ে দিয়েছি আপনাদের বুঝার সার্থে।
1) Simple, Fast and Smooth!


2) নতুন সব এন্ড্রয়েড থিমের experience

3) হোম স্ক্রিন নিজের ইচ্ছা মত পাল্টানোর সুবিধা.

4) যে আইকন গুলো সাপোর্ট করবে সেগুলো হলো ( Nova/Apex icon pack fully compatible)

5) Support translucent top and bottom bar for android 4.4 and some devices with native support.

6) Nexus 5 wallpapers.

আপনাদের জন্য কয়েকটি স্ক্রিনশর্ট ও দিয়ে দিলাম যাতে আপনাদের থিমটি সম্পর্কে একটা ভালো ধারনা নিতে পারেন।
jccbsdjbhrjnvejkvn

uhvwidwjbk

থিমটি চালাতে হলে রিকোয়ারমেন্টস হলো:

এন্ড্রয়েড 4.0 এবং তার উপরে

ফাইল সাইজ ১৫ মেগার মতো হবে।

 

 

ক্যাসপারস্কি ট্যাবলেট সিকিউরিটি | Kaspersky Tablet Security Free



আজকাল অনেকেই অ্যান্ড্রয়েড সমর্থিত মোবাইল ফোন ব্যবহার করে থাকেন। কম্পিউটারের যেমন এন্টি-ভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি দরকার তেমনি মোবাইলেরও দরকার রয়েছে ভালো একটি এন্টি-ভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি। কারন আপনার ডিভা্ইসটি ভাইরাস আক্রমণের শিকার হতে পারে যে কোন সময়। ইন্টারনেট সার্ফ করতে গিয়ে, অজানা অ্যাপ ইন্সটল করতে গিয়ে এমনটি অহরহ হয়ে থাকে।


এ থেকে রক্ষার জন্যে আপনি ব্যবহার করতে পারেন অত্যাধুনিক শক্তিশালী Kaspersky Mobile Security এতে রয়েছে:

Features-
- Protecting phone against theft or loss
- Defending against web-based threats
- Protecting phone against malware
- Filter unwanted calls and texts
- Privacy protection

অনেকের মতে ক্যাসপারস্কি হল সবচেয়ে শক্তিশালী একটি এন্টিভাইরাস। যা সব কিছুই সনাক্ত করতে পারে। তাহলে যাদের আর দেরি না করে ফ্রি ডাউনলোড করে ফেলুন ক্যাসপারস্কি মোবাইল সিকিউরিটি ফুল ভার্সন।

 

ফ্রি ক্যাসপারস্কি মোবাইল সিকিউরিটি ডাউনলোড - Download Free Kaspersky Mobile Security


ডাউনলোডের পর .apk ফাইলটি আপনার মোবাইলে ইন্সটল(পিসি সুট সফটওয়্যার বা মোবাইলের সাথে দেয়া অন্য সফটওয়্যারের সাহায্যে) করে ফেলুন ফুল ভার্সন। এজন্য অবশ্যই মোবাইলের Application Settings এ "Unknown Sources" অপশনে টিক চিহ্ন দিতে হবে। নতুবা পিসি থেকে .apk ফাইলটি ইন্সটল করতে পারবেন না।

System Requirements
Supported Platforms:

Android Minimum System Requirements:
* Android 2.2 – 4.2
* Minimum screen resolution: 320 x 480

Total Size: 4.27 MB

Kaspersky Mobile Security

Free Kaspersky Mobile Security

যাদের ক্যাসপারস্কি ২০১৩ প্রয়োজন তারা নিচের লিংক অনুসরন করুন-

ফ্রি ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১৩ ডাউনলোড


ক্যাসপারস্কি ২০১৩ ইন্টারনেট সিকিউরিটি ডাউনলোড

ক্যাসপারস্কি ২০১৩ এন্টিভাইরাস ডাউনলোড

ক্যাসপারস্কি পিউর ৩.০ ডাউনলোড

আজকাল অনেকেই অ্যান্ড্রয়েড সমর্থিত ট্যাবলেট/প্যাড ব্যবহার করে থাকেন। মোবাইলের/কম্পিউটারের


যেমন এন্টি-ভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি দরকার তেমনি ট্যাবলেট, প্যাডেরও দরকার রয়েছে ভালো একটি এন্টি-ভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি। কারন আপনার ডিভা্ইসটি প্রতিনিয়ত ভাইরাস আক্রমণের শিকার হতে পারে। ইন্টারনেট সার্ফ করতে গিয়ে এমনটি অহরহ হয়ে থাকে।

এ থেকে রক্ষার জন্যে আপনি ব্যবহার করতে পারেন অত্যাধুনিক শক্তিশালী Kaspersky Tablet Security এতে রয়েছে:

-Antivirus Protection
-Advanced Antivirus Protection
-Web Protection
-Anti-Theft Protection
-Protection & Performance

অনেকের মতে ক্যাসপারস্কি হল সবচেয়ে শক্তিশালী একটি এন্টিভাইরাস। যা সব কিছুই সনাক্ত করতে পারে। তাহলে যাদের আর দেরি না করে ফ্রি ডাউনলোড করে ফেলুন ক্যাসপারস্কি ট্যাবলেট সিকিউরিটি ফুল ভার্সন।

 

ফ্রি ক্যাসপারস্কি ট্যাবলেট সিকিউরিটি ডাউনলোড


ফ্রি ক্যাসপারস্কি ট্যাবলেট সিকিউরিটি ডাউনলোড - Download Free Kaspersky Tablet Security

 

 

 

অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার কারীদের জন্য মজার একটি অ্যাপস FACELOCK FOR APPS PRO 2.6.3

আজ নিয়ে এলাম  অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার কারীদের মজার একটি অ্যাপস  FACELOCK FOR APPS PRO 2.6.3 যা দ্বারা আপুনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল টি কে ফেইস দ্বারা লক করতে পারেন। ফলে কেউ আর আপনার অবর্তমানে মোবাইল টি ব্যবহার করতে পারবে না।তাই মজার এই অ্যাপস এখনি ডাউনলোড  করুন।




ডাউনলোড করতে লাল বাটন এ ক্লিক করুন


                            

আপনার ANDROID এর RAM ও Battery দুটোই সেভ করুণ একটি মাত্র অ্যাপ দিয়ে



আমারা অনেকেই আমাদের প্রিয় Android এর Battery Backup এবং ফ্রী RAM নিয়ে চিন্তায় থাকি। অনেক অ্যাপ আছে যেগুলো অযথা ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে এবং অনেক RAM + Battery খায়। এজন্য হয়তো অনেকে অনেক অ্যাপ ইউজ করে বিভিন্ন অ্যাপ ফ্রিজ করে রাখেন। কিন্তু পরবর্তী তে অই অ্যাপ ইউজ করতে হলে অনেক ভেজাল করতে হয়। আজ যেই অ্যাপ টি নিয়ে লিখছি সেটির নাম "GREENIFY" । (এটি ব্যাবহার করার জন্য আপনার Android অবশ্যই ROOTED হতে হবে) মাত্র 600 KB এর অ্যাপ। এটি দিয়ে আপনার অপ্রয়জনিও অ্যাপ গুলো হাইবারনেট করে রাখতে পারবেন। অর্থাৎ আপনি জদি অ্যাপ টি রান করলে অ্যাপ টি চালু হবে আবার বের হয়ে গেলে হাইবারনেট হয়ে থাকবে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড এ রান করবে না। এতে আপানর RAM + BATTERY দুটোই সেভ হবে



প্রথমে অ্যাপ টি ডাউনলোড করুণ 


                                                                              

অ্যাপ টি ওপেন করুণ । তারপর সুপার ইউজার পারমিশন এপ্প্রুভ করুণ। এভবার + বাটন টি তে ক্লিক করুণ



এরপর নিচের স্ক্রীনশট এর মত একটা পেজ আসবে। সেখান থেকে জেই অ্যাপ গুলো হাইবারনেট করতে চান সেগুলো সিলেক্ট করুণ



অ্যাপ সিলেক্ট করা শেষ হলে ওকে বাটন টি ক্লিক করুণ



আপনার কাজ শেষ :D সব অ্যাপ Hibernate হয়ে গেছে



Happy Androiding :)



 

আপনার এন্ড্রয়েড কে করে ফেলুন Windows 8… মাত্র 4MB Apps এর মাধ্যমে।





আজ আপনাদের সাথে একটি মজার ও আকর্ষনীয় এন্ড্রয়েড অ্যাপ নিয়ে কথা বলব।আপনি হয়তো কিছুদিন আগে অর্থাৎ নোকিয়া লুমিয়া সিরিজ বাজারে আসার পুরবে এন্ড্রয়েড চালিত ফোন কিনেছিলেন কিন্তু নোকিয়া ফোন বাজারে আসার পর নোকিয়ার প্রতি বেশি ভাললাগা কাজ করছে তাহলে আজ থেকে এই অ্যাপ দ্বারা আপনার এন্ড্রয়েড চালিত মোবাইল কে এখন করে ফেলুন নোকিয়া উইন্ডোজ চালিত মোবাইল।বিশ্বাস হচ্ছে না? আপনি নিচে দেওয়া লিঙ্ক থেকে প্রথমে অ্যাপ টি ডাওনলোড করে নিন তারপর অন্যান্য সফটওয়্যার এর মতই ইন্সটল করে নিন। এবার ওপেন করে দেখুন আপনার মোবাইল টি সত্যিই উইন্ডোজ ৮ হয়ে গেছে।


 


—————————————–


Name: Launcher8


—————————————–


Type Of File: APK


—————————————–


Size: 4.53 MB (4,759,519 bytes)


—————————————–


Varsion: 1.3.0


—————————————–


Launcher 8 for Android Launcher 8 for Android


অ্যাপ টি ডাওনলোড করার জন্য


                                               



                            




PC নাই তো কি হইছে। নিয়ে নিন Adobe Photoshop Latest Version, আপনার Android Phone এর জন্য। Edit করেন Dhoomছে



বর্তমানে স্মার্টফোন গুলোতে ভাল মানের ক্যামেরা থাকে। আমরা নানা কারনে অনেক ছবি তুলি। কিন্তু সব সময় ছবি আমাদের তোলা ছবি গুলো মন মত হয়না! তাই আমরা ছবি এডিট করতে চাই। আর ছবি এডিট করার জন্য অনেক অ্যাপ আছে। কিন্তু সব অ্যাপ গুলো ভাল হয় না।
আজ আপনাদের জন্য নিয়ে এলাম অন্যতম সেরা ফটো এডিটিং অ্যাপ।… Adobe Photoshop Touch for Phone!!! যার প্লে স্টোর মুল্য ৫ ডলার!





ফিচারঃ
১) এই অ্যাপ এ পাচ্ছেন নানারকম ফটোশপ ফিচার যেমনঃ লেয়ার, সিলেকশন টুল, এবং নানারকম ফিল্টার যা ছবিকে করবে আকরষনীয়!!
২) ক্লাসিক ফটোশপ ফিচারের মাধম্যে ছবি হবে আরো দারুন!! ছবিতে যুক্ত করুন টেক্সট , স্ট্রোকস, ফেইডস ইত্যাদি!
৩) Photoshop Touch এর দ্বারা ছবিতে দিন নানা ইফেক্ট, সাথে আছে ফিল্টারিং ব্রাশ!! মানে , ছবিকে ক্রিয়েটিভ করার অনেক উপাদানের সম্ভার আছে Photoshop Touch এ।
৪) Photoshop Touch এর সাহায্যে মুহুরতেই দুটি ছবিকে জোড়া দিতে পারেন। রিফাইন এজ ফিচারের দ্বারা কিছু সিলেক্টিভ অংশেও এডিট করতে । যেমনঃ মাথার চুল
৫) এই অ্যাপ এর সাথে পাচ্ছেন ফ্রি দুই জিবি ক্লাউড স্টোরেজ। তাই সহজেই আপনার ফটোগুলো ক্লাউডে সেভ করতে পারেন।
৬) সর্বচ্চো ১২ মেগাপিক্সেল এর ছবি এডিট করার সুবিধা আছে!!



Developer: Adobe Systems
Google Play Store Rating: 3.9/5
Price: $4.99

ডাউনলোড করতে নিচে ডাউনলোড বাটন এ ক্লিক করুন




                              
Blogger Widgets