আপনার হারিয়ে যাওয়া এন্ড্রোয়েড ফোনকে খুঁজে বের করুন
তো মূল কথায় আসা যাক,এই এপসটি আপনার অবর্তমানে যখন কেউ আপনার ফোনের লক খোলার চেষ্টা করবে,front camera তখন তার ছবি তুলবে,আর আপনার email address setting menu তে রাখলে ছবিগুলো আপনাকে email করবে যা থেকে আপনি চোরকে চিনতে পারবেন।
এছাড়াও,এর settings মেনুতে আপনার পরিচিত অথবা আপনার নিজস্ব নম্বরগুলো add করে রাখলে যখনই কেউ আপনার সিমটি খুলে অন্য সিম লাগাবে সাথে সাথে এটি আপনাকে উক্ত সিম থেকে ফোনের লোকেশন পাঠাবে যা আপনার হারানো ফোন খোঁজায় আপনাকে সাহায্য করবে,এছাড়াও sms command এর মাধ্যমে আপনি ফোনের ডাটা মুছে ফেলা ছাড়াও আরো অনেক সুবিধা পাবেন।
এ্যপটি ডাউনলোডের জন্য ক্লিক করুন সাইজ 858kb , Requires Android 2.3 and up
যেভাবে প্লে স্টোরের অ্যাপ ডাউনলোড করবেন আপনার পিসিতে
মোবাইল দুনিয়ায় এন্ড্রয়েড এক বিপ্লবী নাম। এন্ড্রয়েড কারনেই আজ স্মার্টফোন এতো জনপ্রিয়। এন্ড্রয়েড না আবির্ভাব হলে বাংলাদেশেও স্মার্টফোন এমন জনপ্রিয়তা পেত না। বাংলাদেশের মত দেশে উচ্চমূলের উইন্ডোজ ফোন ব্যাবহার করার মত তেমন গ্রাহক নেই। যা আছে তা সবই হাতে গোনা। অফ টপিক বাদ দেওয়া যাক, এবার আসি কাজের কথায়। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার পিসিতেই প্লে স্টোরের অ্যাপ গুলো ডাউনলোড করতে পারবেন। আপনারা নিশ্চয় জানেন পিসি থেকে প্লে স্টোরের অ্যাপ গুলো ডাউনলোড করা যায় না। এসব অ্যাপ গুলো ডাউনলোড করতে হলে এন্ড্রয়েড দ্বারা তৈরিকৃত ডিভাইস দরকার।
যেভাবে পিসি থেকে প্লে স্টোরের অ্যাপ ডাউনলোড করবেন
প্রথমেই যেই এন্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করতে চান তাAর প্লে স্টোর ঠিকানায় যান।
তারপর অ্যাপটির আইডি লিঙ্ক (লাল মার্ক করা অংশ) কপি করে নিন।
এবার evozi.com এ প্রবেশ করে আপনার অ্যাপটির আইডি পেস্ট করে জেনেরেট ডাউনলোড লিঙ্ক বাটনে ক্লিক করুন। এবার কিছুক্ষণ অপেক্ষা করুন, ডাউনলোড লিঙ্ক তৈরি হতে ২/৩ মিনিট সময় লাগতে পারে।
ডাউনলোড লিঙ্ক তৈরি হয়ে গেলে সবুজ ডাউনলোড বাটনে ক্লিক করুন। তাহলেই আপনার কাঙ্ক্ষিত অ্যাপটি ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে।
অ্যান্ড্রয়েডের জন্য এবার ধুম-৩ এইচডি গেম
ধুম-৩ (Dhoom-3) অনেক প্রতিক্ষিত ও থ্রিলারধর্মী একটি মুভি। যা অনেক যুক্তরাস্ট্রের সিকাগো’তে (Chicago) চিত্রায়ন করা হয়েছে। যদিও এই মুভিটি এখনো মুক্তি পায়নি। তবুও গেম ডেভেলপাররা এই মুভিটির উপর ভিত্তি করে অ্যান্ড্রয়েডের জন্য একটি গেম তৈরী করা করেছে। গেমটির গ্রাফিক্স কোয়ালিটি(Graphics Quality) এইচডি । এছাড়া গেমটিতে ‘টেম্পল রান’ (Temple Run)-এর মতো মিশন রয়েছে। এছাড়া রয়েছে স্টোর (Store), যেখান থেকে পছন্দনীয় সব কসটিউম (Costume), বাইক (Bike) ইত্যাদি ক্রয় করা যাবে নির্দিষ্ট কিছু কয়েনের(Coin) বিনিময়ে।
গেমটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
দুনিয়ার যে কোন স্থান থেকে আপনার মোবাইল এর এস.এম.এস দেখুন, পাঠান এবং ফোন করুন, ফোন রিসিভ করুন, এবং আপনার কাছে আসা এস.এম.এস গুলো অটোমেটিক আপনার মেইলে চলে যাবে।
১. মনে করুন আপনি বাসায় মোবাইলটি রেখে গেলেন এখন আপনার জরুলী এস.এম.এস/ ফোন আসতে পারে সে গুলো ত দেখার কোন সুযোগ নাই। তাই না? কারণ আপনি ফোন থেকে অনেক দুরে আছেন।
২. এই সমস্যার সমাধান করে দিচ্ছে mysms.com অথবা http://www.mysms.com/index.php প্রথমে এই সাইচে গিয়ে দুইটি জিনিস করতে হবে। আপনার মোবাইল অনুসারে (এন্ডয়েড, আইফোন, ইত্যাদি) মোবাইল এর জন্য Apps Download করবেন। এবং আপনার কম্পউটারের জন্য অপারেটিং সিস্টেম অনুসারে (Windows Xp, Windows 7, Mac) Software download করবেন। তবে ভাল হয় যদি কম্পিউটারের জন্য প্রথম সফটওয়ারটি ডাউনলোড করে Next, Next করে সেট দিলেই আপনার ফোন নাম্বার চাওয়া হবে। আপনি আপনার নাম্বারটি দিবেন।
৩. আপনার মোবাইলে চলে আসবে একটি এস.এম.এস সেখান থেকেই আপনি পাবেন মোবাইল এর জন্য Apps download করার লিংক। আর আপনি চাইলে সরাসরি প্লে-স্টোর থেকেই ডাউনলোড করতে পারেন।
লিংক: https://play.google.com/store/apps/details?id=com.mysms.android.sms
৪. আর এই সব গুলো এই পর্যন্ত আসা পর্যন্ত আপনার মোবাইল এবং কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকা দরকার সেটি নিশ্চই বুঝতে পেরেছেন।
৫. মোবাইলে যে Apps টি ইনস্টল করবেন সেটির সেটিং অপশানে গেলেই আপনি পেয়ে যাবেন কি কি কাজ দুরবর্তী স্থান অথাৎ আপনি অনলাইন এর মাধ্যমে আপনি সুযোগ সুবিধা পাবেন তা নিধারণ করতে হবে। যেমন। কল-লগ দেখা, ফোন রিসিভ করা, মেইল, ড্রপবক্স, গুগুল ড্রাইভে এস.এম.এস যাবে কি না। এই গুলো।
৬. আপনি এখন https://app.mysms.com যান, আপনার যে নাম্বারটি দিয়েছিলেন এবং পাসওয়াড দিয়েছিলেন কম্পিউটারের সফটওয়ার সেটআপদেওয়ার সময় সেটি দিন। যদি না দিয়ে থাকেন তা হলে নতুন করে Sign up করে নিন।
৭. এখন আপনার মোবাইলটি যেখানেই থাকুক না কেন যদি ইন্টারনেট কানেক্ট থাকে তা হলে সেটিকে আপনি ব্যবহার করতে পারবেন। যেমন : (আপনার মোবাইল এর এস.এম.এস দেখুন, পাঠান এবং ফোন করুন, ফোন রিসিভ করুন, এবং আপনার কাছে আসা এস.এম.এস গুলো অটোমেটিক আপনার মেইলে চলে যাবে।)
৮. আর যদি আপনার মোবাইলে ইন্টারনেট কানেক্সন না থাকে অথবা বন্ধ অবস্থায় থাকে তাহেলে সর্বশেষে যে লগিং করেছিলেন সেই অনুসারে এস.এম.এস. / কল -লগ/ আর কন্টাক নাম্বার গুলো দেখতে পারবেন।
যাই হক একটু চেষ্টা করুণ কাজে লাগার মইত একটি জিনিস। আমি নিজে ব্যবহার করে সকল কিছু টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম যদি কেউ সমস্যায় পরেন অবশ্যই আওয়াজ দিবেন।
এবার সম্পুরন Galaxy কে দেখুন আপনার Android এ । সাথে Krrish3 আর Dhoom3 এর .apk ফাইল ডাউনলোড করুন Mediafire লিঙ্ক থেকে
মহাকাশ দেখতে কার না ভাল লাগে ?... রাতের বেলা আকাশের দিকে তাকালে দেখতে পাওয়া জায় অগনিত বিশাল মহাকাশকে । যদি এমন হত যে "যে তারার দিকেই তাকাবেন, সে তারার ডিটেইল ই সাথে সাথে জানিয়ে দেবে আপনার ফোন "
হ্যা , এখন আপনি ও পারবেন Total Galaxy কে আপনার Android সেট এ দেখতে ।
শুধু একটা ছোটো App দিয়ে ।।
আর কথা না বাড়িয়ে কাজে আসা জাক ।
Apps Name : Google Sky Map
আর হ্যা, যদি আপনার মোবাইল এ GPS, Gravity sensor এবং Compus Sensor থাকে, তাহলে তো মজার শেস ই হবে না । আর ও মজা পেতে চাইলে তারাতারি Download করেন ।
Apps ScreenShot :
: : View Detail in Google Play Store By Clicking Here : :
: : Download Link ( Mediafire ) : :
এবার Extra উপহার গুলো নিয়ে নিন ।
১. ) ডাউনলোড করে নিন Latest Games Krrish3 .
Krrish3 Games Screenshot :
: : Google Play Store Link : :
: : Download Link ( Mediafire) : :
২. ) ডাউনলোড করে নিন Latest Games Dhoom 3 .
Dhoom3 ScreenShot :
: : Google Play Store Link : :
: : Download Link ( Mediafire ) : :
এন্ড্রয়েড-KitKat-Launcher-প্রিমিয়াম-থিমটি-ডাউনলোড-করুন-ফ্রিতে!!
আপনারা যারা এন্ড্রয়েড ইউজার বিশেষ করে তাদেরই এটা লাগবে।আমরা জানি যে এন্ড্রয়েড তার একটা নতুন ভার্সন বের করেছে যার নাম কিটক্যাট।যাই হোক আপনাদের জন্য আমি KitKat Launcher নামের $২.০৬ দামের থিমটা ফ্রিতে নিয়ে এলাম সাথে কিছু ফিচার আপনাদেরকে জানাবো।আমার কাছে দারুন লেগেছে থিমটা।আপনারা এন্ড্রয়েড ইউজাররা এটা ব্যাবহার করে দেখতে পারেন। চলুন জেনে নিই অল্প কিছু ফিচার যা আপনার কাজে দিতে পারে।আমি আসলে ফিচার গুলো বাংলা ইংলিশ মিলিয়ে দিয়েছি আপনাদের বুঝার সার্থে।
1) Simple, Fast and Smooth!
2) নতুন সব এন্ড্রয়েড থিমের experience
3) হোম স্ক্রিন নিজের ইচ্ছা মত পাল্টানোর সুবিধা.
4) যে আইকন গুলো সাপোর্ট করবে সেগুলো হলো ( Nova/Apex icon pack fully compatible)
5) Support translucent top and bottom bar for android 4.4 and some devices with native support.
6) Nexus 5 wallpapers.
আপনাদের জন্য কয়েকটি স্ক্রিনশর্ট ও দিয়ে দিলাম যাতে আপনাদের থিমটি সম্পর্কে একটা ভালো ধারনা নিতে পারেন।
থিমটি চালাতে হলে রিকোয়ারমেন্টস হলো:
এন্ড্রয়েড 4.0 এবং তার উপরে
ফাইল সাইজ ১৫ মেগার মতো হবে।
যেভাবে আপনার টাচ স্ক্রীন ডিভাইস এর যত্ন নিবেন
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশাকরি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালই আছেন। দিনে দিনে পৃথিবীতে স্মার্ট ফোন এর প্রয়োজন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। কারণ স্মার্ট ফোন আধুনিক যুগ এর সাথে তাল মিলেয়ে চলতে সক্ষম। আর টাচ ফোন গুলো ব্যাবহার করার সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। কারণ টাচ ডিভাইস বিভিন্ন কারণে কাজ করা বন্ধ অথবা কম কাজ করতে পারে অথবা উলটা পালটা ফলাফল দিতে পারে। তাই টাচ ডিভাইস এর যত্ন নেওয়া অনেক জরুরী। আজকে আমি আপনাদের দেখাব কিভাবে আপনি আপনার স্মার্ট ফোন অথবা টাচ মোবাইল এর কিভাবে যত্ন নিবেন তা নিম্নে দেওয়া হলঃ
আপনার টাচ মোবাইল, স্মার্ট ফোন, ডিভাইস যেটিই হোক ধুলাবালিযুক্ত স্থানে রাখবেন না। কারণ ধুলাবালি টাচ এর স্পর্শকাতরতা কমিয়ে দেয়। এমন কি এক পর্যায় টাচ সম্পূর্ণ কাজ করা বন্ধ করতে পারে।
টাচ স্ক্রিন মোবাইল এর স্ক্রিন এ পানি,ঘাম,তেল বা অন্য কোন তরল পড়লে এর টাচ এর কর্মক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার অনেক সম্ভবনা বেশি।
আর টাচ মোবাইল কখনও জোরে ঝাকাবেন না।
রোঁদে বা অতিরিক্ত তাপ টাচ এর জন্য ব্যাপক ক্ষতিকর। সুতরাং এই সমস্যা থেকে বাঁচার জন্য স্ক্রিন পেপার ব্যাবহার করতে পারেন। কেননা স্ক্রীন পেপার ব্যাবহার এ টাচ এর মধ্যে সহজে দাগ পরে না।
টাচ স্ক্রীন নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারন হল টাচ এ জোরে জোরে চাপ দেওয়া।তাই টাচকে যতটা কোমলভাবে ব্যাবহার করা উচিত করতে হবে।
টাচ ব্যাবহার করার জন্য সাবান পানির দ্রবন ব্যাবহার করা যাবে না। যদি পরিষ্কার করার প্রয়োজন পরে তাহলে নরম কাপড় অথবা টিসু ব্যাবহার করতে পারেন। আর টাচ পরিষ্কার করার সময় অবশ্যই মোবাইল বন্ধ করে পরিষ্কার করবেন।
মোবাইল এর পর্দায় পানি পড়লে সাথে সাথে ব্যাটারি খুলে মোবাইল খুলে ফেলুন। এর ভেজা অবস্তাই মোবাইল চালু করার চেষ্টা করবেন না। এতে টাচ নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা থাকে।
আর সবচেয়ে বড় সমস্যা মোবাইল যাতে হাত থেকে পরে না যায় সেদিকে খেয়াল রাখবেন।
আপনি যদি উপরের দেওয়া নিয়মগুলো মেনে চলতে পারেন আশাকরি আপনার টাচ এর কোন কিছুই হবে না আর হলেও সমস্যায় পড়বেন না। তাহলে আজ থেকে আপনি নিশ্চিন্তে ডিজিটাল বাংলাদেশ এ ডিজিটাল মোবাইল মানে স্মার্ট ফোন নিশ্চিন্তে ব্যাবহার করতে পারবেন। ধন্যবাদ সকলকে। আজকে এই পর্যন্ত।
পোস্টটি আগে প্রকাশিত এখানে
বাংলা ফন্ট দেখতে ও টাইপ করতে অসুবিধা হচ্ছে?? বাংলার পড়া ও লেখা সহ বাংলার চোদ্দ গুষ্টির সমাধান এক পোষ্টটেই
ফন্টে সমস্যা?|Font
DOWNLOAD BANGLA FONTS : Siyam Rupali ; Solaiman Lipi
*DOWNLOAD ICOMPLEX SOFTWARE
1.Download Opera Mini from http://mini.opera.com/.
*DOWNLOAD LINK FOR BENGALI TYPING SOFTWARE
In English:
How to View Bangla Website.
Shortest Way
- Install Unicode Bangla Font.
- Browse with Internet Explorer (IE6+) or Firefox (FF2+).
- If it does not work then set the Encoding to UTF-8 or Unicode whatever is available in browser setting.
- If any problem persists then go to following steps according to your Operating System and Browser.
Operating System Settings
Windows XP (Service Pack 2)
- You need to have Internet Explorer (IE6+), Opera (Opera 9) or Firefox (1.5+) to view Bangla Properly.
- You need Unicode Bangla Font in your System. We recommend SolaimanLipi.
- You need Complex Scripts (Indic Text) support from your Operating System.
Windows 95, 98, ME and NT
- These operating systems contain no support for Bangla script but You may be able to view Bangla with Internet Explorer 6.0 with Appropriate Unicode Font.
Windows Vista
- Bangla script support is automatically enabled.
- Just Install Unicode Bangla Font.
Mac OS X
- You need to download and install an OS X Bangla font from http://ekushey.org/?page/osx.
Gnome
- You do not need to do anything to enable viewing of Indic text in Gnome 2.8 or later. Ensure you have Bangla Unicode fonts.
KDE
- You do not need to do anything to enable viewing of Indic text. Ensure you have appropriate Unicode fonts for each script you wish to view.
Browser Settings
Internet Explorer
- From menu Select, View -> Encoding -> Unicode (UTF-8) this should work fine if does not then go following steps.
- From menu, go to “Tools>Internet Options”
- From this window click on “Fonts”
- Click on the drop down list for “Language Scripts” and select “Bengali” from this drop down list (you may have to scroll up to locate it)
- Select any desired Bangla font (SolaimanLipi) for “Web Page Font”. Then click ok and ok again
Mozilla Firefox
- From menu click on “Tools” and select “Options”
- From this window click on “Content”.
- Click on “Advanced” button.
- Click on the drop down list for option “Fonts for” select “Bengali” from this list.
- Complete all the option fields by selecting “SolaimanLipi”
- Select “Default Character Encoding” as “Unicode (UTF-8)” and click ok.
- Click ok again to complete your setup.
- Note: Firefox 3 is working fine. Please, use Firefox 3.
Opera
- From menu click on “Tools” and select “Preferences”
- Click on “Advanced” tab, click on “Fonts” from left menu and click “International Fonts”
- Choose writing system “Bengali” from drop-down list
- Choose a font (SolaimalLipi) for normal font. click ok until you exit from preferences
Google Chrome
- Click on the “Tools” icon and Select “Options”
- On the “Minor Tweaks” tab, click on “Change font and language settings” button
- On the “Fonts and Languages” dialogue box, click on “Fonts and Encoding” tab
- Select any Bangla font (SolaimanLipi) as “Serif” and “Sans-serif” fonts
- Select “Unicode (utf-8)” as the “Default Encoding”
- Click OK and Click Close
Safari
- Open Safari, Goto Edit -> Preferences
- Click on Appearance
- On the Standard Font and Fixed-Width Font, Select Solaimanlipi in both Fields and Leave the font size as it was
- Click on Default Encoding, and select Unicode (UTF-8) and close the box
- Restart Safari
Opera mini - Mobile Device
- Write opera:config into the address bar then enter
- Set “Use Bitmap font for complex script” to “Yes”
- Save
How to Install Bangla Font in Windows
- Download any Bangla unicode font.
We Recommended ”SolaimanLipi”. Download SolaimanLipi. - Copy to ”c:windowsfonts” or ”control panelfonts” folder to view bangla in the web pages.c:windows refers to your Windows Directory.
How to Enable Complex Script (Indic Text) Support in Windows
- Go to control panel -> Regional and Language Options -> Language, and check the “Install files for complex scripts and right-to-left languages” option. You will need your Windows XP SP2 installer CD to install these new files.
- Just download and install “I-COMPLEX”.
Download “i-complex”.
* This simple installer is developed by OmicronLab. & VistaArc. 1. Opera Mini is registered trademark of Opera Software ASA.
অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য নিয়ে এলাম ৭টি অসাধারণ অ্যান্ড্রয়েড Launcher
ক্যাসপারস্কি ট্যাবলেট সিকিউরিটি | Kaspersky Tablet Security Free
আজকাল অনেকেই অ্যান্ড্রয়েড সমর্থিত মোবাইল ফোন ব্যবহার করে থাকেন। কম্পিউটারের যেমন এন্টি-ভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি দরকার তেমনি মোবাইলেরও দরকার রয়েছে ভালো একটি এন্টি-ভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি। কারন আপনার ডিভা্ইসটি ভাইরাস আক্রমণের শিকার হতে পারে যে কোন সময়। ইন্টারনেট সার্ফ করতে গিয়ে, অজানা অ্যাপ ইন্সটল করতে গিয়ে এমনটি অহরহ হয়ে থাকে।
এ থেকে রক্ষার জন্যে আপনি ব্যবহার করতে পারেন অত্যাধুনিক শক্তিশালী Kaspersky Mobile Security এতে রয়েছে:
Features-
- Protecting phone against theft or loss
- Defending against web-based threats
- Protecting phone against malware
- Filter unwanted calls and texts
- Privacy protection
অনেকের মতে ক্যাসপারস্কি হল সবচেয়ে শক্তিশালী একটি এন্টিভাইরাস। যা সব কিছুই সনাক্ত করতে পারে। তাহলে যাদের আর দেরি না করে ফ্রি ডাউনলোড করে ফেলুন ক্যাসপারস্কি মোবাইল সিকিউরিটি ফুল ভার্সন।
ফ্রি ক্যাসপারস্কি মোবাইল সিকিউরিটি ডাউনলোড - Download Free Kaspersky Mobile Security
ডাউনলোডের পর .apk ফাইলটি আপনার মোবাইলে ইন্সটল(পিসি সুট সফটওয়্যার বা মোবাইলের সাথে দেয়া অন্য সফটওয়্যারের সাহায্যে) করে ফেলুন ফুল ভার্সন। এজন্য অবশ্যই মোবাইলের Application Settings এ "Unknown Sources" অপশনে টিক চিহ্ন দিতে হবে। নতুবা পিসি থেকে .apk ফাইলটি ইন্সটল করতে পারবেন না।
System Requirements
Supported Platforms:
Android Minimum System Requirements:
* Android 2.2 – 4.2
* Minimum screen resolution: 320 x 480
Total Size: 4.27 MB
Free Kaspersky Mobile Security
যাদের ক্যাসপারস্কি ২০১৩ প্রয়োজন তারা নিচের লিংক অনুসরন করুন-
ফ্রি ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১৩ ডাউনলোড
ক্যাসপারস্কি ২০১৩ ইন্টারনেট সিকিউরিটি ডাউনলোড
ক্যাসপারস্কি ২০১৩ এন্টিভাইরাস ডাউনলোড
ক্যাসপারস্কি পিউর ৩.০ ডাউনলোড
আজকাল অনেকেই অ্যান্ড্রয়েড সমর্থিত ট্যাবলেট/প্যাড ব্যবহার করে থাকেন। মোবাইলের/কম্পিউটারের
যেমন এন্টি-ভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি দরকার তেমনি ট্যাবলেট, প্যাডেরও দরকার রয়েছে ভালো একটি এন্টি-ভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি। কারন আপনার ডিভা্ইসটি প্রতিনিয়ত ভাইরাস আক্রমণের শিকার হতে পারে। ইন্টারনেট সার্ফ করতে গিয়ে এমনটি অহরহ হয়ে থাকে।
এ থেকে রক্ষার জন্যে আপনি ব্যবহার করতে পারেন অত্যাধুনিক শক্তিশালী Kaspersky Tablet Security এতে রয়েছে:
-Antivirus Protection
-Advanced Antivirus Protection
-Web Protection
-Anti-Theft Protection
-Protection & Performance
অনেকের মতে ক্যাসপারস্কি হল সবচেয়ে শক্তিশালী একটি এন্টিভাইরাস। যা সব কিছুই সনাক্ত করতে পারে। তাহলে যাদের আর দেরি না করে ফ্রি ডাউনলোড করে ফেলুন ক্যাসপারস্কি ট্যাবলেট সিকিউরিটি ফুল ভার্সন।
ফ্রি ক্যাসপারস্কি ট্যাবলেট সিকিউরিটি ডাউনলোড
ফ্রি ক্যাসপারস্কি ট্যাবলেট সিকিউরিটি ডাউনলোড - Download Free Kaspersky Tablet Security
অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার কারীদের জন্য মজার একটি অ্যাপস FACELOCK FOR APPS PRO 2.6.3
আজ নিয়ে এলাম অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার কারীদের মজার একটি অ্যাপস FACELOCK FOR APPS PRO 2.6.3 যা দ্বারা আপুনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল টি কে ফেইস দ্বারা লক করতে পারেন। ফলে কেউ আর আপনার অবর্তমানে মোবাইল টি ব্যবহার করতে পারবে না।তাই মজার এই অ্যাপস এখনি ডাউনলোড করুন।
ডাউনলোড করতে লাল বাটন এ ক্লিক করুন
আপনার ANDROID এর RAM ও Battery দুটোই সেভ করুণ একটি মাত্র অ্যাপ দিয়ে
আমারা অনেকেই আমাদের প্রিয় Android এর Battery Backup এবং ফ্রী RAM নিয়ে চিন্তায় থাকি। অনেক অ্যাপ আছে যেগুলো অযথা ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে এবং অনেক RAM + Battery খায়। এজন্য হয়তো অনেকে অনেক অ্যাপ ইউজ করে বিভিন্ন অ্যাপ ফ্রিজ করে রাখেন। কিন্তু পরবর্তী তে অই অ্যাপ ইউজ করতে হলে অনেক ভেজাল করতে হয়। আজ যেই অ্যাপ টি নিয়ে লিখছি সেটির নাম "GREENIFY" । (এটি ব্যাবহার করার জন্য আপনার Android অবশ্যই ROOTED হতে হবে) মাত্র 600 KB এর অ্যাপ। এটি দিয়ে আপনার অপ্রয়জনিও অ্যাপ গুলো হাইবারনেট করে রাখতে পারবেন। অর্থাৎ আপনি জদি অ্যাপ টি রান করলে অ্যাপ টি চালু হবে আবার বের হয়ে গেলে হাইবারনেট হয়ে থাকবে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড এ রান করবে না। এতে আপানর RAM + BATTERY দুটোই সেভ হবে
প্রথমে অ্যাপ টি ডাউনলোড করুণ
অ্যাপ টি ওপেন করুণ । তারপর সুপার ইউজার পারমিশন এপ্প্রুভ করুণ। এভবার + বাটন টি তে ক্লিক করুণ
এরপর নিচের স্ক্রীনশট এর মত একটা পেজ আসবে। সেখান থেকে জেই অ্যাপ গুলো হাইবারনেট করতে চান সেগুলো সিলেক্ট করুণ
অ্যাপ সিলেক্ট করা শেষ হলে ওকে বাটন টি ক্লিক করুণ
আপনার কাজ শেষ সব অ্যাপ Hibernate হয়ে গেছে
Happy Androiding