Pages

খুদরী (রাঃ) থেকে বর্নিত



খুদরী (রাঃ) থেকে বর্নিত রাসুল (সাঃ) বলেছেনঃ-
মৃত ব্যক্তিকে খাটিয়ায় রেখে লোকেরা যখন কাঁধে বহন করে নিয়ে যায় তখন সে নেককার হলে বলতে থাকে,(আমাকে এগিয়ে নিয়ে চল,আমাকে এগিয়ে নিয়ে চল) , আর সে নেককার যদি না হয় তাহলে সে বলতে থাকে (হায় আফসোস,হায় আফসোস) এটাকে নিয়ে কোথায় যাচ্ছো? মানুষ ও জ্বীন ব্যতিত সব কিছুই তার আওয়াজ শুনতে পায়। মানুষ তা শুনতে পেলে অবশ্যই বেহুশ হয়ে যেত। [সহীহ বুখারী/৯৪৩]
ইয়া রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, দয়াকরে তুমি আমাদেরকে ঈমানের সাথে, আমলের সাথে মৃত্যু দান করিও। আমীন। সুম্মা আমীন।



Youtube video download করুন এক নিমিসেই…সাথে আছে Player ও Converter Free



আজ আপনাদের দেখাব কি ভাবে খুব সহজে  YouTube  Video Download  করা যায়।


প্রথমে এই  youtube video downloder  টি download করুন। এর পর যেই ভিডিও টি download করতে চান।তার url টি copy করে paste করুন। নিচের ছবির মত।




 





 

ফেরআউনের লাশ-



ফেরআউনের লাশ-
যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের
জন্য জীবন্ত নিদর্শন। পিরামিডে/যাদুঘরে যত লাশ সংরক্ষিত
আছে সবগুলোই মমি করা শুধু ফেরআউনের
লাশটি ব্যতীত। এটি কোন ধরণের উপাদান
ব্যতীতই সংরক্ষিত আছে। ফেরাউন তার সম্প্রদায়কে ডেকে বলল,
হে আমার কওম, আমি কি মিসরের
অধিপতি নই? এই নদী গুলো আমার
নিয়ন্ত্রণে প্রবাহিত হয়, তোমরা কি দেখ
না? {সুরা যুখরুফ, আয়াত-৫১} আর বনী-ইসরাঈলকে আমি নীলনদ পার
করিয়েছি। তারপর তাদের পশ্চাদ্ধাবন
করেছে ফেরাউন ও তার সেনাবাহিনী,
দুরাচার ও বাড়াবাড়ির উদ্দেশে। অতঃপর
যখন আমি তাকে ডুবিয়ে দিলাম তখন
সে বলল, এবার ঈমান আনছি তিনি ছাড়া কোন মা’বুদ/উপাস্য নেই
যাঁর উপর ঈমান এনেছে বনী-ইসরাঈলরা।
বস্তুতঃ আমিও তাঁরই অনুগতদের অন্তর্ভুক্ত।
এখন একথা বলছ! অথচ তুমি ইতিপূর্বে না-
ফরমানী করছিলে। এবং পথভ্রষ্টদেরই
অন্তর্ভুক্ত ছিলে। অতএব আজ আমি তোমার দেহকে সংরক্ষণ এর ব্যবস্থা করব
যাতে তোমার লাশ
পরবর্তীতে আগমণকারীদের জন্য নিদর্শন
হতে পারে। আর নিঃসন্দেহে বহু লোক
আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না।
{সুরা ইউনুস, আয়াত-৯০-৯৩} এখনো পৃথিবীতে এমন মানুষ
আছে যারা নাকের ডগায় মৃত্যুর ঘ্রাণ
পেয়ে তারপর আল্লাহকে বিশ্বাস
করে কিন্তু তখন আর কী কাজ হবে। ## আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন
ইসলামের শাশ্বত বাণী। হৃদয় থেকে হৃদয়
উদ্ভাসিত হোক ঈমানের আলোকচ্ছটায়।






ফেরআউনের লাশ-<br/>যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের<br/>জন্য জীবন্ত নিদর্শন। পিরামিডে/যাদুঘরে যত লাশ সংরক্ষিত<br/>আছে সবগুলোই মমি করা শুধু ফেরআউনের<br/>লাশটি ব্যতীত। এটি কোন ধরণের উপাদান<br/>ব্যতীতই সংরক্ষিত আছে। ফেরাউন তার সম্প্রদায়কে ডেকে বলল,<br/>হে আমার কওম, আমি কি মিসরের<br/>অধিপতি নই? এই নদী গুলো আমার<br/>নিয়ন্ত্রণে প্রবাহিত হয়, তোমরা কি দেখ<br/>না? {সুরা যুখরুফ, আয়াত-৫১} আর বনী-ইসরাঈলকে আমি নীলনদ পার<br/>করিয়েছি। তারপর তাদের পশ্চাদ্ধাবন<br/>করেছে ফেরাউন ও তার সেনাবাহিনী,<br/>দুরাচার ও বাড়াবাড়ির উদ্দেশে। অতঃপর<br/>যখন আমি তাকে ডুবিয়ে দিলাম তখন<br/>সে বলল, এবার ঈমান আনছি তিনি ছাড়া কোন মা’বুদ/উপাস্য নেই<br/>যাঁর উপর ঈমান এনেছে বনী-ইসরাঈলরা।<br/>বস্তুতঃ আমিও তাঁরই অনুগতদের অন্তর্ভুক্ত।<br/>এখন একথা বলছ! অথচ তুমি ইতিপূর্বে না-<br/>ফরমানী করছিলে। এবং পথভ্রষ্টদেরই<br/>অন্তর্ভুক্ত ছিলে। অতএব আজ আমি তোমার দেহকে সংরক্ষণ এর ব্যবস্থা করব<br/>যাতে তোমার লাশ<br/>পরবর্তীতে আগমণকারীদের জন্য নিদর্শন<br/>হতে পারে। আর নিঃসন্দেহে বহু লোক<br/>আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না।<br/>{সুরা ইউনুস, আয়াত-৯০-৯৩} এখনো পৃথিবীতে এমন মানুষ<br/>আছে যারা নাকের ডগায় মৃত্যুর ঘ্রাণ<br/>পেয়ে তারপর আল্লাহকে বিশ্বাস<br/>করে কিন্তু তখন আর কী কাজ হবে। ## আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন<br/>ইসলামের শাশ্বত বাণী। হৃদয় থেকে হৃদয়<br/>উদ্ভাসিত হোক ঈমানের আলোকচ্ছটায়।






RoboCop DVD RIP – ফুল মুভি ৫০০ এমবি + রিসুম






এবার দেখে নিন RoboCop 2014
পুরনো সেই ছোট বেলায় দেখা RoboCop
পূর্ণ নির্মিত এই ছবি তে RoboCop কে
দেখা যাবে সম্পূর্ণ নতুন বডি-আরমরে


১-২ সাপ্তাহ আগে হল প্রিন্ট র ফুল মুভি পেলেও
আমার ইছা ছিল কম্পখে DVD - RIP
ভার্সন টি আপনাদের উপহার দেওয়া


এবার দেরি না করে ডাউনলোড করে নিন
পউষ - সাপোর্টেড ডাইরেক্ট লিংক থেকে


 




আশা করি মুভি টি সবাই পছন্দ করবেন


 

সামান্য কিছু টাকার জন্য নির্যাতিত নিপুণ!



untitled-1_13554

ঢাকা: লেখক সাংবাদিক আনিসুল হকের গল্প `৭১-এর সাহসিনী` অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ৭১’র মা জননী’ সিনেমার শুটিং শুরু হয় ২০১৩ সালের ১৬ অগাস্ট শুক্রবার।

e0a7a8

উপন্যাস থেকে শাহ আলম কিরণের সিনেমা ‘৭১’র মা জননী’র নাম ভূমিকায় অভিনয় করছেন নিপুণ। এরই মধ্যে ২০১৩ সালের সরকারি অনুদান পাওয়া নির্মাণাধীন সিনেমাটির আশি ভাগ শুটিং শেষ করেছেন নির্মাতা কিরণ।বর্তমানে এর সম্পাদনার কাজ চলছে।সিনেমাটির প্রচারণাও শুরু হয়েছে এরই মধ্যে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ‘৭১’র মা জননী’ শিরোনামের একটি ফ্যান পেজ খোলা হয়েছে। যেখানে ছবিটির বেশকিছু ফটোগ্রাফ পোস্ট করা হয়েছে। এতদিন যারা নায়িকা নিপুণকে দেখে এসেছেন, তারা এবারে ভিন্ন এক নিপুণকে দেখতে পাবেন।

nipun-17_40880

এই নিপুণ একাত্তরের মা জননী। তিনি একজন মুক্তিযোদ্ধাও বটে। যে কিনা নিজের স্বামী-সন্তান, এমনকি নিজের সমভ্রম হারিয়েও পাকহানাদারদের সঙ্গে লড়াই করেন অসীম সাহসিকতায়। গ্রামের এক কুল বধূ হয়েও অস্ত্র হাতে শত্রুদের মুখোমুখী হয়।
Blogger Widgets