Pages

কম্পিউটার সফ্টওয়্যার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কম্পিউটার সফ্টওয়্যার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

Youtube video download করুন এক নিমিসেই…সাথে আছে Player ও Converter Free



আজ আপনাদের দেখাব কি ভাবে খুব সহজে  YouTube  Video Download  করা যায়।


প্রথমে এই  youtube video downloder  টি download করুন। এর পর যেই ভিডিও টি download করতে চান।তার url টি copy করে paste করুন। নিচের ছবির মত।




 





 

আজীবনের জন্য আপনার কম্পিউটারকে রাখুন অটোরান ভাইরাস মুক্ত! USB Disk Security v6.2.0.18 full version with serial key



USB Disk Security সম্পর্কে নতুন করে বলার কিছুই নাই। কমবেশী সকলেই জানেন এটির সুবিধাগুলো। আমি ৭ বছর যাবত পিসি ব্যবহার করছি। এখন পর্যন্ত আমার এভাস্ট এন্টিভাইরাসের সাথে এটিকে আমি ব্যবহার করে যাচ্ছি। দারুন, অতুলনীয় একটি সফটওয়্যার এটি। সবচেয়ে বড় কথা হলো- যেসব পিসিতে ইন্টারনেট লাইন নাই সেসকল পিসির জন্য USB Disk Security তুলনা শুধুমাত্র USB Disk Security ই। আগে দেখে নিন এটিতে আপনি কি কি সুবিধা পাবেন-


১। আজীবনের জন্য আপনার পিসিতে অটোরান ভাইরাসের আক্রমন বন্ধ!

২। ফ্রি আপডেট।

৩। অফলাইন কম্পিউটারের জন্য অতুলনীয়।

৪। যেকোন এন্টিভাইরাসের সাথেই ব্যবহার করতে পারবেন।

৫। কম্পিউটারকে সামান্য পরিমাণও স্লো করে না।

৬। সাধারণত উইন্ডোজের সকল প্লাট ফর্মেই চলে।

৭। ব্যবহার বিধি একেবারেই সহজ।

৮। এছাড়াও আরও অনেক ধরনের ভাইরাস থেকে পিসির সুরক্ষা।

যদি ইচ্ছা থাকে তাহলে ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।

                                               


ডাউনলোড করে সিরিয়াল দিয়ে রেজি: করে নিন। আর উপভোগ করুন আজীবন।

 

উইন্ডোজ ৯ এবং কিটক্যাট স্কিন প্যাক, উইন্ডোজ ৭, ৮ এবং ৮.১ ব্যবহারকারীদের জন্য



 

আপনাদেরকে উপহার দেবো সুন্দর ২টি স্কিন প্যাক । স্কিন প্যাক ব্যবহারের মাধ্যমে কম্পিউটার এর একঘেয়েমি লুকিং থেকে বের হয়ে আশা যায় । তাই যারা তদের কম্পিউটারকে নতুন লুকিং দিতে চান তাদেরকে এই টিউনটি বেশ সহযোগীতা করবে ।

জানালা ৯ স্কিন প্যাক (Windows 9 Skin Pack):-


উইন্ডোজ ৮.১ রিলিজের সময়টাতে উইন্ডোজ ৯ এর কনসেপ্ট সম্পর্কে বেশ কিছুটা ধারনা পাওয়া গিয়েছিল । উইন্ডোজ ৯ মার্কেটে আসা বেশ সময়ের ব্যাপার হলেও, আপনি চাইলে আজই এই স্কিন প্যাকটি ব্যবহারের মাধ্যমে আপনার কম্পিউটারকে দিতে পারেন উইন্ডোজ ৯ এর লুকিং ।



"Download For Windows 7"

"Download For Windows 8 & 8.1"

স্কিন প্যাকটির মেইন সাইট লিংক


কিটক্যাট স্কিন প্যাক (KitKat Skin Pack):-


আমার বিগত সব টিউন গুলো ছিল Android বিষয়ক, তাই পিসি বিষয়ক টিউনেও হালকা Android এর ছোঁয়া রাখলাম । আমরা সবাই জানি, গুগোলের ওএস Android এর ভার্শন 4.4 এর নামকরন হয়েছে কিটক্যাট । আর কিটক্যাট এর ইন্তারফেস কে কেন্দ্র করে তৈরি হয়েছে এই স্কিন প্যাক । তাই যারা Android প্রেমী আছেন, ভালো লাগলে স্কিন প্যাকটি ব্যবহার করতে পারেন ।

"Download For Windows 7"

"Download For Windows 8 & 8.1"

স্কিন প্যাকটির মেইন সাইট লিংক

 



 

অবশেষে বাই বাই



 

এবার উইন্ডোজ এক্সপি তেই পাবেন উইন্ডোজ ৮ এর টাইলস এর স্বাদ really




আজকে আপনাদের সাথে একটি সুন্দর সফটওয়্যার শেয়ার করছি, যা উইন্ডোজ এক্সপি/ সেভেন এ উইন্ডোজ ৮ এর টাইলস এনে দিবে। কি?? ভাবছেন কি বিশাল সফটওয়্যার-ই না হবে।। তাই তো?? আর পিসিকে ভয়ানক স্লো করবে?? তাই না??? আমি বলছি কিছুই হবে না। আর এর সাইয মাত্র ৭.৩৮ এমবি। একবার ডাউনলোড করেই দেখুন ভয়ানক মজা :D হা হা... এবার আর উইন্ডোজ ৮ লাগবে না...

দেখে নিন কিছু স্ক্রিন শটঃ

 



 

 



এওয়ার্ডঃ



 

সফটটির নামঃ উইন মেট্রো

 



 

   ডাউনলোড করতে ঘুরন্ত বলে ক্লিক করুন


                                                                        

ডাউনলোড করে নিন Cycberlink Power DVD 12 ফুল ভার্সন ফ্রী

এই টিউনে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি Cycberlink Power DVD 12 ফুল ভার্সন ফ্রী ডাউনলোড ।। তাও মিডিয়াফাইয়ার লিংক.....

এইটিতে নতুন অনেক সিস্টেম দেয়া হয়েছে  :D



এই সফটওয়্যার টি ডাউনলোড করার জন্য ক্লিক করুন এইখানে

ডাউনলোড করে নিন Nimbuzz v2.1.0 কম্পিউটার এর জন্য।।



আজ আমি আপনাদের জন্য এনেছি Nimbuzz v2.1.0  এই সফটওয়্যার টি ধারা আপ্নারা চ্যাট করতে পারবেন খুব সহজেই আপনাদের যেকোন সোসিয়াল ওয়েবসাইট এর বন্ধুদের সাথে খুব সহজেই । সফটওয়্যার টি ডাউনলোড করে ইন্সটল করে নিন আপনার কম্পিউটার এ তারপর এক্তি Nimbuzz অ্যাকাউন্ট খুলে আপনার পছন্দের সসিয়াল ওয়েবসাইট অ্যাড করুন এবং শুরু করুন চ্যাট ।


সফটওয়্যার টি ডাউনলোড করার জন্য ক্লিক করুন এইখানে

ভাল লাগলে কমেন্ট কইরেন । ভাল থাইকেন......।

 

Reg Cure Pro একটি কাজের সফটওয়্যার

All-In-One সিক্যুরিটি সল্যুশন: আজীবনের জন্য নতুন ESET Smart Security 5 Full Version!!! Virus এবার পালাবি কোথায়???




কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করবো এমন একটি অ্যান্টিভাইরাস, যার কোন বিকল্প শুধুমাত্র আমার কাছেই না, হয়তো এই দুনিয়াতেই নাই। কথাটা এতো জোর দিয়ে বলার কারন হচ্ছে, আমি আসলেই এর প্রেমে অনেকদিন হাবুডুবু খাচ্ছি। কারন কম্পিউটারের Configuration খুব ভালো না হলে Kaspersky, Norton, Bit Difender ইত্যাদি সব নামকরা অ্যান্টিভাইরাস ইনস্টল করার পর হয়তো কম্পিউটার ভাইরাসমুক্ত থাকে কিন্তু আপনার সাধের কম্পিউটারটি এক অ্যান্টিভাইরাসের চাপেই "গা্ড়ি চলে না, চলে না, চলে না রে" অবস্থায় পড়ে যায়। কম্পিউটারই যদি স্লো করে মেজাজটাই যদি বিলা করে দেয়, কি লাভ এইসব অ্যান্টিভাইরাস ব্যবহার করে? ফেলে দিন এইসব মাথা আর কম্পিউটার দুই-ই Hang করা প্রো্ডাক্ট।  ডাউনলোড করে নিন Eset Smart Security 5 এবং ব্যবহার করা শুরু করুন। ১০০% আপনার কম্পিউটার "গা্ড়ি চলে না, চলে না, চলে না রে" এই গান ভুলে যাবে চিরদিনের জন্য এবং শুরু করবে এই গানটি "You Are My Chamak Challo". টেকটিউনসে এই অ্যান্টিভাইরাসের এই নতুন ভারশনটির Beta ভারশন নিয়ে টিউন আছে হয়তো, কিন্তু আমি আজ আপনাদের সাথে Share করলাম ফুল ভারশনটি। কেন ব্যবহার করবেন Eset Smart Security 5? কারন, এটি অন্য সকল অ্যান্টিভাইরাস বা অন্য যে কোন Security Suite থেকে এটি ওজনে একেবারেই হালকা। এটি পিসিকে স্লো তো করেই না, সিস্টেম রিসোর্স ব্যবহার করে খুবই কম। কিন্তু আপনার কম্পিউটারটিকে Virus, Spyware, Malware, Rootkit ইত্যাদি থেকে সুরক্ষিত রাখতে অতুলনীয়। প্যারেন্টাল কন্ট্রোল, ক্লাউড পাওয়ার্ড ইঞ্জিন, গেমার মোড,  উন্নত এ্যান্টিভাইরাস, এ্যান্টিস্প্যাম ব্লকিং, বর্ধিত মিডিয়া কন্ট্রোল, কুইক স্টার্ট আপ, স্মার্ট ফায়ারওয়াল সহ কি নেই এইটাতে!!! যাক অনেক বকবক করে ফেললাম, এবার কাজের কথায় আসি।

১. প্রথমে এটি ডাউলোড করে নিন এই মিডিয়াফায়ার লিঙ্ক থেকে। ৬৪ বিটের উইন্ডোজের জন্য ক্লিক করুন এই লিঙ্কে।

২. Extract করে নিন।

৩. Extract করার পর  ess_nt32_enu.exe ফাইলটিতে ডাবল ক্লিক করে Next বাটনে ক্লিক করুন।



৪. I accept the terms in the License Agreement সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।


৫. Typical সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।


৬. I agree to participate in ESET ThreatSense.Net চেক বক্সে টিক চিহ্ন দিয়ে Next বাটনে ক্লিক করুন।


৭. Enable detection of potentially unwanted applications সিলেক্ট করে Next করুন।


৮. Install বাটনে ক্লিক করুন।


৯. Finish বাটনে ক্লিক করুন।


১০. প্রোগ্রামটি রান করুন এবং Activate Later বাটনে ক্লিক করুন।

১১. কম্পিউটার রিস্টার্ট করুন Safe Mode এ। (বি:দ্র: কম্পিউটার Safe Mode এ Start করার জন্য আপনার কম্পিউটারটি Restart হওয়ার সময় BIOS information Screen থেকে অদৃশ্য হওয়ার সাথে সাথে এবং Windows logo চলে আসার আগেই কী-বোর্ডের F8 বাটনটি চাপ দিয়ে Safe Mode সিলেক্ট করুন। কিছুক্ষন অপেক্ষা করুন।)

১২. কম্পিউটার Safe Mode এ  Start হওয়ার পর ESET.PureFix.V2b.exe file টি Run করুন।



১৩. Enable বাটনে ক্লিক করুন।

১৪. কিছুক্ষন পর Confirmation Message পাওয়ার কম্পিউটারটি Normal Mode Restart করুন। ব্যস কাজ শেষ। এবার অ্যান্টিভাইরাসটি আপডেট করে নিন। এবার ব্যবহার করা শুরু করুন নিশ্চিন্তে।

নিয়ে নিন ESET Smart Security 6 সাথে Lifetime Activation




ESET Smart Security 6 নিয়ে অনেক গুলো টিউন হয়েছে । কিন্তু আমি একটি টিউনেও Lifetime activation পাইনি । তাই আজ আপনাদের জন্য আমার এই টিউন । [এর আগে যদি এ ব্যাপারে টিউন করে থাকে তবে আমি দুঃখিত। আমি অনেক খুজেছি কিন্তু পাইনি।]

নিয়ে নিন ESET Smart Security 6 সাথে Lifetime Activation

তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ESET Smart Security 6 এর সাথে Lifetime Activation । [ এটা beta version তবে Active করে আপডেট করে নিলে টা RC version হয়ে যাবে।]


ESET Smart Security অ্যান্টিভাইরাস সম্পর্কে নতুন করে কিছু বলার নেই ।

আমি এই Antivirus টি windows8 এ ব্যাবহার করছি। এখন পর্যন্ত কোন সমস্যা পায় নি। ঠিক মতই কাজ করছে ।

প্রথমে ESET Smart Security 6 ডাউনলোড করে নিন এখান থেকে

Download:-ESET Smart Security 6 Beta (32 Bit)

Download:-ESET Smart Security 6 Beta (64 Bit)

আর Lifetime Activation টি ডাউনলোড করে নিন এখান থেকে

ESET PureFix

প্রথমে ESET Smart Security 6 টি setup দিন ।

আশা করি সবাই ঠিক মত setup দিতে পারবেন । যদি কোন সমস্যা হয় তবে এই টিউন টি দেখতে পারেন । [ উক্ত টিউন এ ESET Smart Security 5 এর টা দেখানো হয়েছে । তবে দুটোর setup এবং active করার পদ্ধতি একই । আমি পরের বেশির ভাগ কথা গুলোই উক্ত টিউন থেকেই কপি করে নিয়েছি]

Setup দেয়া শেষ হলে প্রোগ্রামটি রান করুন এবং Activate Later বাটনে ক্লিক করুন।

এরপর কম্পিউটার রিস্টার্ট করুন Safe Mode এ। (বি:দ্র: কম্পিউটার Safe Mode এ Start করার জন্য আপনার কম্পিউটারটি Restart হওয়ার সময় BIOS information Screen থেকে অদৃশ্য হওয়ার সাথে সাথে এবং Windows logo চলে আসার আগেই কী-বোর্ডের F8 বাটনটি চাপ দিয়ে Safe Mode সিলেক্ট করুন। কিছুক্ষন অপেক্ষা করুন।)

কম্পিউটার Safe Mode এ Start হওয়ার পর ESET PureFix v2.02.exe file টি Run করুন।



Enable বাটনে ক্লিক করুন।

কিছুক্ষন পর Confirmation Message পাওয়ার পর কম্পিউটারটি Normal Mode এ Restart করুন।



উপরের ছবির মত সব কিছু, বিশেষ করে basic overview তে ESET Smart Security is Activated লেখা থাকলে বুজবেন সব কিছু ঠিক আছে ।অ্যান্টিভাইরাসটি আপডেট করে নিন।ব্যস কাজ শেষ। এবার ব্যবহার করা শুরু করুন নিশ্চিন্তে।

addresses easy Download :




Ditulis Oleh : Lynch Smyton // 18.20


আপনার লিখাকে ইচ্ছামত ইফেক্ট দিয়ে সাজিয়ে তুলুন

হাঁ বন্ধুরা আজ আপনাদেরকে ছোট্র একটি সফ্টওয়ার উপহার দেব যা দিয়ে আপনি খুব সহজে মনের মত করে ইফেক্ট দিয়ে আপনার লিখাটিকে সাজিয়ে নিতে পারবেন।

প্রথমে সফ্টওয়ারটি এখান থেকে ডাওনলোড করে নিন, তারপর অন্য সফ্টওয়ারের মতই ইনস্টল করে ফেলুন, এবং সফ্টওয়ারটি চালু করুন, নিচের মত দেখবেন………………………



এবার আপনি continue বাটনে ক্লিক করুন, নিচের মত দেখবেন………………………………….



এবার আপনি text এ ক্লিক করুন, এবং তারপর ইফেক্টগুলো কিভাবে দিবেন, কিভাবে আপনি আপনার লিখাটিকে মনের মত করে সাজাবেন তা আমি আর বলবোনা। কারন সফ্টওয়ারটির ব্যাবহার খুবই সোজা আপনি দেখলেই বুঝতে পারবেন।

আপনার Windows 7 , 8 , 8.1 এ একটি ভিন্ন স্টাইল এর স্টার্ট মেনু যুক্ত করুন কোন প্রকার ঝামেলা ছাড়া

বন্ধুরা সবাই আশাকরি ভাল আছেন আজকের পোস্ট শুধু মাত্র উইন্ডোজ ৮ ব্যবহার কারিদের জন্য । আমার অনেক বন্ধুর মনে প্রশ্ন জাগতে পারে এখুন উইন্ডোজ ৮.১ এর যুগ তাতে তো স্টার্ট মেনু আছে হা সে সব ঠিক আছে কারণ মাইক্রোসফট এখুন ডাউনলোড ম্যানেজার মতো তাদের ভার্সন গুল রিলিজ করছে তাদের সাথে আমারাও তাল মেলে চলছি কিন্তু আমার মতো অনেকে আছে যারা এখুন উইন্ডোজ ৮ ব্যবহার করছে আমার পোস্ট শুধু মাত্র তাদের জন্য । তাহলে নীচে থেকে ডাউনলোড করে ব্যবহার শুরু করে দিন ।



==> নীচে ডাউনলোড এ ক্লিক করে ডাউনলোড করে নিন মূল সাইট থেকে আশাকরি ডাউনলোড করতে কোন সমস্যা হবে না । কারণ নীচের লিঙ্ক এ ক্লিক করুন ডাউনলোড স্টার্ট হবে ।





~এটা ব্যবহার করার জন্য আপনার সিস্টেমে যাযা দরকার~

 

Windows 7,  8,  8.1 

 

CPU: 1 Ghz or higher RAM: 1 GB 

 

Hard Disk Space: 20 MB

==> উপরের সব কিছু যদি আপনার পিসি তে থাকে তাহলে এই ৫ এমবি এর ছোট সফটওয়্যার টি ডাউনলোড করে ব্যবহার করুন আশাকরি ভাল লাগবে ।



http://www.reviversoft.com/downloads/StartMenuReviverSetup.exe
 

৫ মিনিটে XP SETUP করুন Acronis True Image Home 2010 দিয়ে খুব সহজে। (স্ক্রিন সর্টসহ বিস্তারিত)

আজ আমি আপনাদের দারুন কাজের একটি সফটওয়ার দিব যার মাধ্যমে আপনারা খুব সহজেই উইন্ডোজ ইনস্টল করতে পারবেন। আপনারা হয়ত অনেকে জেনেছেন ৫ মিনিটে উইন্ডোজ ইনস্টল করা যায় কিন্তু স্ক্রিন সর্ট সহ বিস্তারিত জানার অভাবে ইনস্টল দিতে ভয় পাচ্ছেন।  প্রথম প্রথম আমার ও ভয় হয়েছিল কিন্তু একবার চেষ্টার পরে পেরে গেছি কোন সমস্যা হয় নি।


এই সফটয়ারটি মূলত আপনার উন্ডোজের সকল এপলিকেশন গুলোকে ব্যাকআপ রাখে এবং কোন কারনে উইন্ডোজ নস্ট/করাপ্ট হয়ে গেলে ব্যাকআপ ফাইল থেকে রিস্টোর করে। এই সফটয়ারটির মাধ্যমে আপনি ৫ মিনিটের মধ্যে উইন্ডোজ সহ সকল সফটওয়ার ও ড্রাইভার সেটআপ দিতে পারবেন। $49.99 মূল্যের সফটওয়ারটি একদম ফ্রি। নিচে কয়েকটি ধাপে সফটওয়ারটির বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লা।

আমার এই লিখাটি তাদের জন্য যারা মনোযোগ সহকারে পুরো পোষ্টটি পড়বেন। মনোযোগ সহকারে পড়লেই কেবল আপনারা এই সফটওয়ারটি সম্পরকে বুঝতে পারবেন। সফটওয়ারটি আমি খুব সহজ ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। সফটওয়ারটি ডাউনলোডের জন্য নিচের লিংটিতে ক্লিক করুন Acronis True Image Home এর ওয়েব সাইটটি আসবে সেখান থেকে Free Trial  ক্লিক করলে সফটওয়ারটি ডাউনলোড হবে।

সফটওয়ারটি 

download 1করুন

সিরিয়াল কি

serial 2 ডাউনলোড করুন

 

সফটওয়ারটি ডাউনলোড শেষে সিরিয়াল কি দিয়ে সেট আপ করে নিন। ঠিকভাবে সেটআপ হলে আপনাকে একটি বুটেবল সিডি তৈরি করে নিতে হবে।ভয় নেই খুব সহজ। এজন্য আপনার ডিভিডি রাইটা ও একটি ব্ল্যান্ক সিডি থাকতে হবে। রাইটার যদি না থাকে তাহলে আইএসও ইমেজ তৈরি করে রাখুন পরে কারো কাছ থেকে ডিভিডি রাইটার এনে বুটেবল সিডি তৈরি করে নিবেন।এখন মূল কথায় আসা যাক।

প্রথম ধাপ:

1Vot1

 

 

 

বুটেবল সিডি তৈরি :

উপরের চিত্রের মত Start গিয়ে Programs> Acronis >Acronis True Image Home থেকে Bootable Rescue Media Builder এ ক্লিক করুন। নিচের চিত্রটির মত দেখাবে।

2 Vot2

Next দিন

3 Vot3

এবার বাঁ পাশের ঘর থেকে Acronis True Image Home (Full version)  এর সামনের ঘরে টিক বসিয়ে দিন। Next দিন আবার Next দিন।

4 vot4

এবার উপরের চিত্রেরর ন্যায় CD-RW Drive (J:) সিলেকট করে দিয়ে আবার Next দিন

5 Vot5

এবার Proceed এ ক্লিক করুন। ব্যাস কিছুক্ষনের মধ্যে আপনার বুটেবল সিডি তৈরি হয়ে যাবে। এবার সিডি আপনা আপনি বেরিয়ে আসবে। সিডিটি যত্ন সহকারে রেখে দিন কারন এটি আপনার এক্সপি সেট আপ নষ্ট হয়ে গেলে লাগবে।

দ্বিতীয় ধাপ :

উইন্ডোজের ব্যকআপ :

একটি ভাল ব্যকআপ নেয়ার আগে আপনাকে কতগুলি বিষয়ের দিকে নজর দিতে হবে।এগুলি হলো-

  • ১। আপনার উইন্ডোজটি যদি কিছুদিন আগে সেটআপ দিয়ে থাকেন তাহলে নতুন করে সেটআপ দেয়ার দরকার নেই। যদি অনেকদিন আগে দিয়ে থাকেন তাহলে দিয়ে নিন।

  • ২। প্রয়োজনীয় সফটওয়ার আপডেট করে নিতে হবে। যেমন- এন্টিভাইরাস,ডটনেট,জাভা ডাইরেকট এক্স ইত্যাদি।

  • ৩। প্রয়োজনীয় সফটওয়ারগুলি রেখে বাকি সফটওয়ার আনইনষ্টল করে ফেলতে হবে।

  • ৪।মাই ডকুমেন্ট ও সি ড্রাইভের সব অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলুন। ডাউনলোড ম্যানেজার বাই ডিফল্ট মাই ডকুমেন্ট এ একটা Download নামে ফোল্ডার তৈরি করে, সেটা চেক করে প্রয়োজনীয় ফাইল অন্য স্থানে নিয়ে বাকি সব ডিলেট করে ফেলুন।

  • ৫। রেজিষ্ট্রি ক্লিন করুন। এই জন্য আপনি CCleaner ব্যবহার করতে পারেন।


অর্থাৎ আপনি আপনার মনের মত করে কম্পিউটারকে সাজিয়ে নিতে পারেন।

প্রথমে আপনি  ডেস্কটপ থেকে অথবা প্রোগ্রামে গিয়ে Acronis True Image Home 2010 রান করুন।

6 bac1

লাল তীর চিহ্নিত Back Up অপশনটি ক্লিক করুন।

7 bac2

এবার Disk and Partition Backup অপশনটিতে ক্লিক করুন।

8 bac3

আপনার যে ড্রাইভে উইন্ডোজ ইনস্টল করা হয়েছে তা সিলেক্ট করে দিন। সাধারণত সি ড্রাইভে উইন্ডোজ ইনস্টল করা হয়। তাই সেটি ডিপল্ড হিসেবে সি ড্রাইভ সিলেক্ট করা থাকে। যদি সি ড্রাইবের বা পাশের ঘরটিতে টিক দেয়া থাকে না থাকলে টিক চিহ্ন বসিয়ে দিবেন। এরপর Next এ ক্লিক করুন।

9 bac4

এবার Browse  এ ক্লিক করুন।

10 bac5

এবার  সি এবং সিডি/ডিভিডি ড্রাইভ ব্যাতিত অন্য যেকোন ড্রাইভ সিলেক্ট করুন। এরপর জেনারেট নেম এ ক্লিক করুন।

11 bac6

জেনারেট নেম এ ক্লিক করলে Mybackup নামে একটা ডিফল্ট নাম আসবে ফাইলের। আপনি ইচ্ছে করলে সেটা পরিবর্তন করতে পারবেন, তবে সবার শেষে .tib টা চেঞ্জ করবেন না। এবার ওকে করুন।

12 bac7

Next দিন

13 bac8

Proceed দিন। সব কিছু ঠিক থাকলে কিছুক্ষনের মধ্যেই ব্যকাপ প্রসেস শুরু হবে। শুধু মাত্র মাদারবোর্ড ড্রাইভার সহ উইন্ডোজ ব্যাকাপ নিলে ৪/৫ থেকে মিনিট লাগতে পারে। ফাইল সাইজ হতে পারে ১.৫ থেকে ২ জিবি। আর সব সফটওয়ার সহ নিলে সময় একটু বেশী নিবে এবং ফাইল সাইজ হতে পারে ৩.৫ থেকে ৪.৫ জিবি।

ব্যাকাপ নেয়া সফল হলে মেসেজ পাবেন।

তৃতীয় ধাপ :




ব্যকআপ রিস্টোর :

দুইভাবে উইন্ডোজ রিস্টোর করা যায়। তা হলো-

  • ১/ সরাসরি উইন্ডোজে থেকে।

  • ২/ বুটেবল সিডি দিয়ে।


১।  সরাসরি উইন্ডোজ থেকে কিভাবে রিস্টোর করা যায় তার বিবরণ নিচে দেয়া হল:-

ডেস্কটপ অথবা Start>programs থেকে Acronis > Acronis True Image Home সফটএয়ারটি চালু করুন।নিচের চিত্রের মত দেখাবে।

14re1

এবার Recover থেকে Disk and Partition Recover নির্বাচন করুন।

15 re2

এখন Browse এ ক্লিক করুন।

16 re3

 

এখন আপনি যেই ড্রাইবে উইন্ডোজের ব্যাকাপ রেখেছিলেন  তা খুঁজে বের করুন। ড্রাইভের উপর দুই ক্লিক করতে হবে।

 

17 re4

উপরের চিত্রের মত  সিলেক্ট করে ওকে করুন।

 

18 re5

এবার উপরের চিত্রের মত সিলেক্ট করে Next ক্লিক করুন।




19 re6

সি ড্রাইভের সামনের ঘরে টিক চিহ্ন বসিয়ে দিন এবং Next দিন।

20 re7

এবার Proceed দিন।

21 rec9

এবার Reboot ক্লিক করুন। কম্পিউটার রিস্ট্রাট  হবে।এর মধ্যে আপনার উইন্ডোজ ইনস্টল শুরু হবে। ৪/৫ মিনিট লাগবে।এবং শেষ হলে মেজেস পাবেন।

২/ Bootable CD দিয়ে রিস্টোর করার পদ্ধতি  :-

প্রথমে আপনাকে মাদারবোর্ডের BIOS এ গিয়ে বুট সিলেক্ট করে দিতে হবে CD/DVD ROM কে।

এর পর Acronis এর বুটেবল সিডিটি সিডি ড্রাইভে প্রবেশ করিয়ে পিসি Start করুন। আপনার BIOS First Boot হিসেবে সিডি সার্চ করবে এবং Acronis রান হবে। এবার দুটি অপশন থেকে আপনি Acronis True Image 2010 সিলেক্ট করুন।

পরবর্তি Step গুলো উইন্ডোজ থেকে রিস্ট্রোর করার মতই। সুতরাং সেটা ফলো করুন।

রিস্টোর শেষে Success মেসেজ আসলে ওকে দিয়ে ক্লোজ করুন। এবার উইন্ডোজ রিস্টার্ট হবে। যেহেতো বুটেবল সিডিটি এখনোও আপনার সিডি ড্রাইভে আছে, সেহেতো আবার সেই দুটি অপশন আসবে। আপনি এবার উইন্ডোজ সিলেক্ট করুন। ঠিক মত রিস্টোর হলে উইন্ডোজ রান হবে।

পরে BIOS এ গিয়ে বুট চেঞ্জ করে নিবেন। এই সফটওয়ারে আরো গুরুত্বপূর্ন অনেক পিচার আছে তা আপনারা নিজে নিজে দেখে নিবেন।

পরিশেষে অভ্র সংক্রান্ত দুটি টিপস্‌ দিয়ে শেষ করবো।

১। আমরা অভ্র দিয়ে টাইপ করার সময় কখনো বাংলা আবার কখনো ইংরেজি অপশন চেঞ্জ করতে হয় এজন্য আমরা মাউস দিয়ে ক্লিক করে দিই কিন্তু এই কাজ কি বোড দিয়ে ও করা যায় কি বোড থেকে  F12 চাপলে বাংলা আবার  F12 চাপলে ইংরেজি অপশন আসবে।

ABRO22

২। কি বোড থেকে "ও" টাইপ করতে  হলে   ''gx'' চাপতে হবে।

Blogger Widgets