Pages

আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল এ যা করবেন তাই বলে দিবে! কথা বলবে আপনারা অ্যান্ড্রয়েড মোবাইল!

আশা করি সবাই ভাল আছেন

কাজের কথই আসি, আপনি হয়তো ভাবছিলেন আমার অ্যান্ড্রয়েড ফোনটি যদি কথা বলতে পারত, আমি Dail Pad এ যা লিখি তা যদি বলে দিতে পারত আপনি যদি এরকমি ভেবে থাকেন তাহলে আপনার জন্যই এই টিউন।

এই কাজ টি করার জন্য আপনার যা যা লাগবে



  • ১। Talkback নামের একটি software (যা আপনি Google Playstore এ Talkback নামে search দিলেই পাবেন software টির আকার মাত্র ২ mb । অনেক এর ফোন এ এইটা আগে থেকেই install থাকে )

  • ২। আপনার মোবাইল এ text to speech data install থাকতে হবে। অনেক মোবাইল এ এটা install থাকে । আপনার মোবাইলে আছে কিনা তা দেখার জন্য setting>language&input>text to speech output>google text speech output অথবা অন্য কোনো speech output। থাকলে select করুন। না থাকলে google play store থেকে speak up text to speech অথবা ivona-text to speech hd software টি নামিয়ে নিন।


আপনি যদি হাই কোয়ালিটির voice চান তাহলে Ivona Software টিই download করবেন কারন এর voice natural. যদিও software টি আকার ১৪৫mb।

এই software টি download করার পর open করলে আপনাকে হয়তো এর সাথে আরও একটি Software Download করতে হতে পারে এ ক্ষেত্রে আপনি ঐ  ২ mb software টি download করবেন। তারপর আপনি software টি একবার open করবেন then exit করবেন।

কাজের ধারা



  • ১। উপরে লিখা ২নং এর মত প্রথমে text to speech output থেকে একটি speech output select করুন এবং exit করে চলে আসেন।

  • ২। Talkback software টি install করার পর আপনি settings>accessibility >talkback>on করুন।


বাস আপনার কাজ শেষ। এবার আপনি যা যা করবেন তাই বলে দিবে আপনার ফোন।

আপনি talkback এর settings থেকে এর কাস্টমাইজড ও করতে পারবেন।

 

যতক্ষণ ফেসবুক ব্যাবহার করব,ততক্ষণ একটু আয় করলে কেমন হয়।



আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন?কেউ এর আগে এইপোষ্টটি পোষ্ট করে থাকলে দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন।চলুন সরাসরি কাজের কোথায় আসি।আর নয় ptc  সাইট এ ক্লিক করে আয়,তত সময় নাই।এখন আয় হবে,সামাজিক যোগাযোগ সাইট এর মাধ্যমে।এজন্য আপনার facebook, twitte, youtube, instagram, stumbleupon ও linkdin অ্যাকাউন্ট লাগবে।সব গুলো না হলে ও ছলবে। তবে সব গুলো অ্যাকাউন্ট থাকলে আপনি বেশী বেশী আয় করতে পারবেন খুবেই তারাতারি।কাজ গুলো খুবেই সহজ।চলুন কাজ সম্পর্কে জেনে নেই।


কি কি কাজ আছে?

কাজ গুলো হল অতি সাধারণ।ফেসবুক এর কাজ Face-book page Like, dislike, photo post lik, photo post comment,করে।Twitter এর কাজ twitter Follow, tweets, retweets করে । YouTube এর কাজ youtube like, dislike, view, play, comment, favorite, subscribe করে। instagram এর কাজ instagram follow অথবা share করে। stumbleupon এর কাজ stumbleupon follow অথবা share করে। website traffic এর কাজ direct traffic, website traffic visit করে,এবং linkdin share করে কাজ করে আয় করা যায়।

সাইট সম্পর্কে ধারনাঃ

এই সাইট এ টাকার অঙ্ককে Point হিসেবে প্রকাশ করা হয়। আপনি যত Point কালেক্ট করবেন আপনার Level তত বারবে।আপনি ১০০০০ Point কালেক্ট করলে $1 যোগ হবে।Reference করেও Point বাড়ানো যায়। এরা আপনাকে earn free points  এর প্রতিটি সেকশন ভিজিট এর জন্য ১-১১৫ পয়েন্ট দিবে। Earn Coins এর প্রতিটি সেকশন থেকেই আপনি আয় করতে পারবেন যদি আপনার সব কয়টিতে Account থাকে।

টাকা প্রদান কিভাবে করে?

সাইট টি টাকা প্রদান করে থাকে  Payza, paypal, okpay  তে। 1 dollar হলেই আপনি payza এবং okpay এর মাধ্যমে cashout  দিতে পারবেন। এছারা paypal, এর মাধ্যমে $.70 হলে cash করতে পারবেন। এরা cashout এর জন্য ৮ দিন সময় নেয় কিন্তু দেখা যায় ১ দিনের মধ্যেই পেমেন্ট দিয়ে দেয়।তবে হ্যাঁ আপনি অ্যাকাউন্ট খোলার ৩ দিন পরে cashout দিতে পারেন। আমার পেমেন্ট প্রুফ…

 



কিভাবে কাজ করবেন?  

১ম এ এই   লিংক   এ যান।এবার Register এ ক্লিক করে,যার যার মতন করে বিবরণ দেন।এবং আপনার ইমেইল এ একটি লিংক যাবে ঐ লিংক এ ক্লিক করে লগইন করুন।এবার ফেসবুক অ্যাকাউন্ট লগইন করুন,এবং অনন্যা অ্যাকাউন্ট গুলোও লগইন করুন করুণ যদি থাকে। লগইন হলে Earn Free Points/Money ফেসবুক  সিলেক্ট করলে কতগুলো Fb page এর লিংক আসবে, page গুলো লাইক করে Confirm করুন।এবং Fb page সব লাইক শেষ হলে Page টি Refresh করুন আবার কিছু fb page এর লিংক দেবে আবার আগের মত লাইক করে Confirm করুন।প্রতিটি page লাইকের জন্য আপনি নির্দিষ্টপরিমান পয়েন্ট পাবেন।এভাবে সব কয়টি fb page লাইক শেষ হলে Earn free points/money থেকে twitter বা অন্য কোনো Section select করুন। সেখান থেকে যে কাজ দেবে তা সমাপ্ত করুন তাহলে ওই কাজের জন্য নির্দিষ্ট Coin আপনার Account এ জমা হবে। ছাইলে আপনি এক সাথে সব কয়টি কাজ করতে পারেন।সবচেয়ে ভালো হয় সব কয়টি সাইটে আপনার Account থাকলে। তাহলে প্রতিটি সেকশন থেকেই আপনি ১ঘণ্টায় আয় করতে পারবেন  $0.70-$1.5 ।
1. Singup here

 

2.Singup here 

 

3. Singup here 

 

4. Singup here

 

১ম এ Like এ ক্লিক করলে নতুন পেজ আসবে সেখানে গিয়ে আবার Like ক্লিক   করুণ এবং আগের পেজ এ ফিরে আসুন পরে Confirm  এ ক্লিক করুণ।এইভাবে সব গুলো শেষ হলে পরে Refresh এ ক্লিক করুণ।পরে আবার আসবে একেই ভাবে শেষ করবেন।এখানে আমি শুধু ফেসবুক এর মাধ্যমে এর কাজ দেখাইছি।বাঁকি যে সাইট এ কাজ করবেন একেই ভাবে উপরের Earn free points/money থেকে Section select করবেন।

আমি এই সাইট থেকে মোট ২৭ ডলার আয় করি গত মাসের ২৫ তারিক থেকে এর মাজে ইদ এ বাড়ি ছিলাম ৯ দিন টা না হলে আরও বেশী হত। আমি ছাই আপনারা ও আয় করতে থাকে ।১০০% সত্যি।আমার কথা বিশ্বাস হলে কাজ করবেন দয়া করে অযতা কেও গালাগাল দিবেন না ।

 

ঘরে বসেই বিদ্যুৎ বিল, বাংলালায়ন, কিউবি বিল প্রদান ও মোবাইল রিচার্জ করুন



আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি ঘরে বসেই বিদ্যুৎ বিল, বাংলালায়ন, কিউবি বিল প্রদান ও মোবাইল রিচার্জ করার অতি সহজ একটি পদ্ধতি।


এর নাম হলো iBanking  এটির মাধ্যমে আপনি যে সকল কাজ গুলো করতে পারবেন-


iRecharge (Mobile Airtime Top Up) যেকোন মোবাইলে রিচার্জঃ


ইন্টারনেট থেকে আপনার সেল ব্যালান্স রিচার্জ করতে পারবেন।

জিপি, রবি, বাংলা লিংক, সিটি সেল, এয়ারটেল গ্রাহকদের (পোস্টপেইড ও প্রিপেইড) জন্য airtime রিচার্জ করা যায়।
টেলিটক গ্রাহকগণ শুধুমাত্র প্রিপেইড প্যাকেজের সাথে তাদের সেল নম্বর রিচার্জ করতে পারবেন।


শর্তাবলী:
1. সর্বাধিক ১০০০ টাকা ও সর্বনিম্ন ১০ টাকা (প্রিপেইড প্যাকেজের জন্য)
2. সর্বাধিক ১০,০০০ টাকা ও সর্বনিম্ন ৫০ টাকা (পোস্টপেইড প্যাকেজের জন্য)
3. IRecharge এর জন্য কোনও চার্জ নাই, ফ্রি
4. প্রতিদিন সর্বোচ্চ ৫০ বার রিচার্জ করা যাবে


Wimax Recharge:


এই সেবার মাধ্যমে WiMax রিচার্জ / বিল পরিশোধ করা আপনার জন্য সহজতর হবে। বর্তমানে 'Banglalion' এবং 'Qubee' এই সেবার মাধ্যমে পাওয়া যায়।


শর্তাবলী:


1. প্রতিদিন 5 টি লেনদেনের মাধ্যমে সর্বোচ্চ ৩০,০০০ টাকা
2. প্রতিটি রিচার্জ ৬০০০  টাকা

Utility Bill Pay:


এর মাধ্যমে আপনার IBBL অ্যাকাউন্ট থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।  বর্তমানে 'ডিপিডিসি' এবং 'ডেসকো' র অধীনে এই সার্ভিসটি পাওয়া যায়।  সফল বিল পরিশোধ করার পর একটি SMS বিজ্ঞপ্তি গ্রাহকের সেল নম্বরে পাঠানো হবে।


বিদ্যুৎ বিলে চার্জ প্রযোজ্য-


























Range



Charges



0.00 - 400.00



5.00



401.00 - 1,500.00



10.00



1,501.00 - 5,000.00



15.00



5,001.00 - 5,000,000.00



25.00



এছাড়াও আপনি নিম্নোক্ত সেবা গুলো পাবেন এর মাধ্যমে


View Accounts (একাউন্টের ব্যালান্স দেখা ও লেনদেন বিবরণী)


iTransfer (Fund Transfer) (এক একাউন্ট থেকে অন্য একাউন্ট এ অর্থ স্থানান্তর)


Search FTT Message (ফরেন টিটি সম্পর্কে জানা যাবে)


Search FDD Payment (ফরেন ডিডি সম্পর্কে জানা যাবে)


Transaction Summary


Clearing Instrument Status


Outstanding Liability Position


এই সার্ভিস পাওয়ার জন্য আপনার ইসলামী ব্যাংকে একটি Savings Account/ School Savings Account থাকতে হবে।


রেজিস্ট্রেশন করার পদ্ধতি


প্রথমে এই https://ibblportal.islamibankbd.com সাইট এ গিয়ে




এরপর Sign Up করুন



এরপর continue করুন


আপনার নাম, ইমেইল দিয়ে সাবমিট করুন


এরপর আপনার মেইল বক্স থেকে লিঙ্ক ওপেন করে


বাকি কাজ User Manual দেখে করে নিন


আরো বিস্তারিত জানতে যেকোন মোবাইল থেকে  16259, বিদেশ থেকে (+880)-2-8331090.


মেগা পোস্ট: ৪০ টি দরকারী Latest PC Software + Full ভার্সন + ডাইরেক্ট Download



আস্সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে কিছু দরকারী PC Software  শেয়ার করব। সবগুলো Software ই গুরুত্নপূর্ণ। আশা করি কাজে লাগবে। সবগুলো Software ই Latest এবং Full version. তো আর দেরী কেন। নিচে Details সহকারে Direct Download Link দিলাম। যার যেটা লাগবে ডাউনলোড করে নিন।


Download Top 40 Software for PC 2013 

  1. Norton Antivirus 2014 for PC




Windows Antivirus Rank: #3 - Price: $39.95

  1. Kaspersky Internet Security 2014




Windows Antivirus Rank: #2 - Price: $59.95

  1. Bitdefender Antivirus Plus 2014 for PC




Windows Antivirus Rank: #1 - Price: $49.95

  1. River Past Audio Converter v7.7 for PC


Windows Audio Converter Rank: #2 - Price: $29.95

  1. AVS Audio Editor v7.1.6 for PC


Windows Audio Editor Rank: #3 - Price: $39.00

  1. Snagit Screen Capture v11.1 for PC


Windows Screen Capture Rank: #1 - Price: $44.95

  1. HyperSnap DX v7.25 Screen Capture for PC


Windows Screen Capture Rank: #3 - Price: $39.95

  1. ScreenHunter Pro v6.0 Screen Capturefor for PC


Windows Screen Capture Rank: #2 - Price: $29.95

  1. WM Recorder Video Capture for PC


Windows Video Capture Rank: #3 - Price: $49.95

  1. WinZip Pro v17.0 for PC


Windows File Compressor Rank: #2 - Price: $29.95

  1. Debut Video Capture Pro v1.70


Windows Video Capture Rank: #2 - Price: $59.95

  1. Google Chrome v31.0 for PC


Windows Web Browser Rank: #2 - Price: Free

  1. R-Studio Recovery v5.4 for PC


Windows File Recovery Rank: #2 - Price: $79.99

  1. AVS Video Converter v8.3 for PC


Windows Video Converter Rank: #1 - Price: $59.00

  1. CamVerce Video Capture v1.8 for PC


Windows Video Capture Rank: #1 - Price: $99.0

  1. Wondershare Video Converter Ultimate v4.9.5 for PC

  2. Unlock Root v4.11 Pro for PC

  3. System Navigator v4.0.3 for PC

  4. KEmulator v0.9.8 for PC Direct Download

  5. Aimersoft Video Converter Ultimate v5.5.1 for PC

  6. Sumatra Reader v2.3 for PC

  7. Foxit Reader v6.06 for PC

  8. WinRAR v4.20 for PC

  9. Stellar Phoenix Recovery v6.0 for PC

  10. WavPad Sound Editor v5.33

  11. Cubic Explorer v0.95 for PC

  12. Search Everything v1.2 for PC

  13. Switch Plus Audio Converter v4.35

  14. Firefox v24.0 for PC

  15. Opera v16.01 for PC

  16. KMPlayer v3.7 for PC


কম্পিউটারের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচার সফটওয়্যার নিয়ে নিন(মাত্র546 KB!! )

                                                                                                        :roll: আমরা কম্পিউটারে দিনে কমপক্ষে ২-৩ ঘন্টা বা তার চেয়ে বেশি সময় কাজ করি।কিন্তু কম্পিউটারের যে ক্ষতিকর রশ্মি তা আমাদের চোখের ক্ষতি করার জন্য এই ২ -৩ ঘণ্টাই যথেষ্ট। :roll: এর থেকে বাঁচার জন্য নিয়ে নিন চমৎকার একটি সফটওয়্যার নাম F.lux।মাত্র ৫৪৬কেবি !!তো দেরি কেন? এখনি ডাউনলোড করে নিন।


{পোস্টটি পূর্বে কোন টিউনার পোষ্ট করে থাকলে দুঃখিত,আমি আজকে জানলাম তাই শেয়ার করলাম}

ডাউনলোড 
Blogger Widgets