Pages

কম্পিউটার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কম্পিউটার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

গরম কাল তো এসে গেল! আর এই গরমে কম্পিউটারকে ঠাণ্ডা রাখার ৮টি উপায় (জেনে রাখুন)

তাপমাত্রাজনিত কারণে অনেকেই নানারকম সমস্যায় ভুগে থাকেন। চলুন, জেনে নেই কিছু স্বাভাবিক নিয়ম মেনে কীভাবে কম্পিউটারটিকে ঠাণ্ডা রাখতে হবে।

১. বায়ু প্রবাহ নিশ্চিত করুনঃ কম্পিউটার ব্যবহার করার সময় এর কম্পোনেন্টগুলো ব্যবহারের কারণে উত্তপ্ত হয়ে যায়। ফলে কম্পিউটারের কেসিং-এর ফাঁকা স্থানে থাকা বাতাস গরম হয়ে ওঠে। এই গরম বাতাস উত্তপ্ত হতে থাকা কম্পোনেন্টগুলোকে আরও বেশি উত্তপ্ত করে তুলতে পারে। এ জন্য আপনার কম্পিউটারের কেসিং-এর কিছু নির্দিষ্ট স্থানে ছোট ছোট কুলার ফ্যান এর সাহায্যে ভিতরের এই গরম বাতাস বাইরে বের করে দেয়ার ব্যবস্থা থাকে যাতে করে এই ফ্যানগুলো ভেতরের গরম বাতাস বাইরে বের করে দিয়ে ভেতরের বাতাসের তাপমাত্রা স্বাভাবিক রাখে।

কেসিং এর কিছু স্থানে আবার ছোট কুলার ফ্যান ব্যবহার না করে শুধু কেসিং-এর গায়ে প্রয়োজন মতো ছিদ্র করা থাকে, যেমন মাদারবোর্ডের পেছনের অংশ। খেয়াল রাখবেন গরম বাতাস বেড়িয়ে যাবার এই পথগুলোর সামনে যেন কোন প্রতিবন্ধকতা না থাকে; এতে করে ভেতরের গরম বাতাস সম্পুর্ন বের হতে পারবে না, ফলে আপনার কম্পিউটারটির বিভিন্ন কম্পিউটার অতিরিক্ত গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে। অন্ততপক্ষে চারপাশ ২ থেকে ৩ ইঞ্চি খালি জায়গা রাখুন।

২. কম্পিউটারের কেসিং খুলে ব্যবহার করবেন নাঃ উপরের পয়েন্টটি থেকে আপনার মনে হতেই পারে যে আপনি যদি আপনার কেসিংটি খুলে ব্যবহার করেন তবে স্বাভাবিক ভাবেই কোন রকম কুলার ফ্যান ছাড়াই যথেষ্ট পরিমাণ এয়ার-ফ্লো আপনার পিসিতে থাকবে। হ্যাঁ,

সেক্ষেত্রে আপনার যুক্তি ঠিক। কিন্তু আপনি ধুলো-বালির কথা ভুলে যাচ্ছেন। ধুলো-বালি আপনার প্রসেসরের উপরে থাকা ফ্যানটির গতিরোধ করবে এবং গতিরোধের কারণে প্রসেসরের ফ্যানটি স্বাভাবিকের চাইতে কম সময় টিকবে। অর্থাৎ প্রথম প্রথম আপনি হালকা সুবিধা পেলেও এটি মূলত আপনার ক্ষতিই করছে।

৩. আপনার কম্পিউটারটি পরিষ্কার রাখুনঃ আপনার কম্পিউটার সিস্টেমকে ঠাণ্ডা রাখে কেসিং-এর ভিতরে থাকা কুলিং ফ্যানগুলো। আস্তে আস্তে সেই ফ্যানগুলোতে ধুলো এবং অনান্য ময়লা জমে যায় যা ফ্যানের পারফরম্যান্সকে কমিয়ে দেয় এবং কুলিং ফ্যান এর স্বাভাবিক কার্যক্রমে বাঁধা দিয়ে থাকে।

এ জন্য আপনার কম্পিউটারের কেইস খুলে ব্লোয়ার এর সাহায্যে ভিতরের কম্পোনেন্টগুলো এবং পাখাগুলো পরিষ্কার করুন। সাধারণত, কম্পিউটারে প্রসেসরের উপরে, পাওয়ার সাপ্লাই এর ভেতরে এবং কেসিং-এর সাথে দুটি অথবা তিনটি কুলিং ফ্যান থেকে থাকে। সেগুলো পরিষ্কার করুন। চেষ্টা করুন পাওয়ার সাপ্লাইটি খুলে এর কুলিং ফ্যানটি পরিষ্কার করতে।

কম্পিউটার বাজারে একটি ব্লোয়ার আপনি ১৫০০ টাকার মাঝে পেয়ে যাবেন।

৪. সিপিইউ-এর ফ্যান ও থার্মালপেস্ট পরিবর্তন করুনঃ সাধারণত প্রসেসর কম্পিউটারটির মধ্যে থেকে থাকা সবচাইতে দামি এবং স্পর্শকাতর কম্পোনেন্ট হয়ে থাকে এবং ব্যবহারের সময় প্রসেসরই দ্রুত গরম হয়। আপনি যদি ইতিমধ্যেই আপনার স্টক প্রসেসরের কুলারটি পরিবর্তন করে থাকেন তবে খেয়াল করুন ফ্যানটি ফুল স্পিডে চলছে কিনা। আর যদি এখনো পরিবর্তন না করে থাকেন তবে আপগ্রেড করতে চেষ্টা করুন। কেননা, অনেক কোম্পানিই আছে যারা প্রসেসরের জন্য কিছুটা বড় মাপের কুলার ফ্যান তৈরি করে থাকে। যা প্রসেসরকে স্টক কুলার থেকেও ঠাণ্ডা রাখতে সক্ষম। সেক্ষেত্রে প্রসেসরের ফ্যান আপগ্রেড করাটাই বুদ্ধিমানের কাজ হবে।

মনে রাখবেন, স্বাভাবিকভাবে পিসিতে প্রি-ইন্সটলড থেকে থাকা যন্ত্রাংশগুলোর চাইতে নতুন কেনা যন্ত্রগুলো বেশি ভালো এবং কার্যকর হয়ে থাকে।
৫. কেসিং–এর ফ্যানের সংখ্যা বৃদ্ধি করুনঃ কেসিং-এর ভেতরে সাধারণত একটি ফ্যান সংযুক্ত থাকে। কিন্তু লক্ষ্য করলে দেখবেন প্রায় প্রতিটি কেসিং এর ভেতরেই দু-তিনটি কুলার ফ্যান লাগানোর জায়গা থাকে। সেগুলো ব্যবহার করা উত্তম। কেননা, অতিরিক্ত কুলার ফ্যানের সাহায্যে আপনি আপনার সিস্টেমকে আরও ঠাণ্ডা রাখতে পারবেন নিশ্চিন্তেই। বাজারে নন ব্র্যান্ড এবং ব্র্যান্ড – দু'রকমেরই কেসিং ফ্যান পাওয়া যায়। নন-ব্র্যান্ড গুলো ৭০ থেকে ১৫০ টাকায় এবং ব্র্যান্ডের গুলো ১৫০০-৪০০০ টাকার মাঝে পাবেন।

৬. ওভারক্লক করবেন নাঃ যদি আপনি ‘ওভারক্লকিং’ শব্দটির সাথে পরিচিত না হয়ে থাকেন তবে সম্ভবত আপনি এখনো আপনার সিস্টেম ওভারক্লক করেননি। কিন্তু যারা ওভারক্লকিং এর সাথে পরিচিত তারা বুঝে শুনে ওভারক্লক করুন। ওভারক্লকিং প্রসেস আপনার কম্পোনেন্টকে এর সর্বোচ্চ পারফরম্যান্সে কাজ করতে বাধ্য করে। ফলে স্বাভাবিক ভাবেই ওভারক্লকিং এর কারণে ওভারক্লকড কম্পোনেন্টটি স্বাভাবিকের তুলনায় বেশি উত্তপ্ত হয়ে যায়।

ধরুন, আপনি আপনার প্রসেসরটি ওভারক্লক করলেন কিন্ত অন্যান্য সতর্কতা গ্রহণ করলেন না। এতে করে খুব সহজেই আপনার প্রসেসরটি নষ্ট হয়ে যেতে পারে। তাই, আপনার একেবারেই যদি প্রয়োজন না হয় তবে আপনার সিস্টেমটিকে এর স্বাভাবিক ক্ষমতায় ব্যবহার করুন। আর যদি ওভারক্লক করেই থাকেন তবে প্রয়োজন অনুযায়ী কুলিং সিস্টেম এবং ভালো পাওয়ার সাপ্লাই ইউনিট ব্যবহার করুন।
৭. পাওয়ার সাপ্লাই চেক করুনঃ আপনার কেসিং-এর ভেতরে যদি আপনি কোন প্রকার কুলিং ফ্যান ব্যবহার করে না থেকেন তবে আপনার পাওয়ার সাপ্লাই-ই একমাত্র পন্থা যা ভেতরের গরম বাতাসকে বাইরে ট্রান্সফার করতে পারে। তাই পাওয়ার সাপ্লাই চেক করুন। যদি এর ফ্যান কোনোভাবে কাজ না করে তবে যেকোন সময় আপনার সিস্টেম অতিরিক্ত তাপমাত্রা জনিত কারণে নষ্ট হয়ে যেতে পারে। এক্ষেত্রে কোনোভাবে যদি আপনার পাওয়ার সাপ্লাইয়ের কুলার কাজ না-ই করে তবে আপনার সম্পূর্ণ নতুন পাওয়ার সাপ্লাই কিনতে হবে; কেননা এর ফ্যান রিপেয়ারযোগ্য নয়।

ভালো মানের পাওয়ার সাপ্লাই ব্যবহার করুন। বাজারে নন-ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই ৬০০-৯০০ টাকায় এবং ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই ২৫০০ থেকে ৫০০০ টাকার মাঝে পাবেন।
৮. প্রতিটি যন্ত্রাংশের জন্য আলাদা কুলিং ফ্যান ব্যবহার করতে পারেনঃ যদিও প্রসেসরই কেসিং-এর তাপমাত্রার জন্য দায়ী কিন্তু কম্পিউটারের অন্যান্য যন্ত্রাংশও তাপমাত্রা বৃদ্ধিতে সমানভাবে কাজ করে। যেমন, যদি আপনি আপনার কম্পিউটারে গ্রাফিক্স কার্ড ব্যবহার করে থাকেন তবে দেখতে পাবেন গ্রাফিক্স কার্ডের সাথেই দু’টি কিংবা একটি ছোট কুলিং ফ্যান ডিফল্ট ভাবে যুক্ত করা আছে। কিন্তু যদি সেই কুলারগুলে কাজ করা সত্ত্বেও আপনার গ্রাফিক্স কার্ডটি ব্যবহারের সময় অতিরিক্ত উত্তপ্ত হয়ে যায় তাহলে আপনি আপনার গ্রাফিক্স কার্ডের জন্য এক্সট্রা কুলিং ফ্যান লাগিয়ে নিতে পারেন।

এরকম কিছু ছোট ছোট নিয়মের মাঝে থেকেই আপনি আপনার কম্পিউটারটিকে খুব সহজেই ঠাণ্ডা রাখতে পারবেন। এতে করে আপনার মূল্যবান কম্পিউটারটি তাপমাত্রাজনিত কারণে ক্ষতিগ্রস্থ হওয়া থেকে কিছুটা হলেও বেঁচে যাবে।

উইন্ডোজ ৯ এবং কিটক্যাট স্কিন প্যাক, উইন্ডোজ ৭, ৮ এবং ৮.১ ব্যবহারকারীদের জন্য



 

আপনাদেরকে উপহার দেবো সুন্দর ২টি স্কিন প্যাক । স্কিন প্যাক ব্যবহারের মাধ্যমে কম্পিউটার এর একঘেয়েমি লুকিং থেকে বের হয়ে আশা যায় । তাই যারা তদের কম্পিউটারকে নতুন লুকিং দিতে চান তাদেরকে এই টিউনটি বেশ সহযোগীতা করবে ।

জানালা ৯ স্কিন প্যাক (Windows 9 Skin Pack):-


উইন্ডোজ ৮.১ রিলিজের সময়টাতে উইন্ডোজ ৯ এর কনসেপ্ট সম্পর্কে বেশ কিছুটা ধারনা পাওয়া গিয়েছিল । উইন্ডোজ ৯ মার্কেটে আসা বেশ সময়ের ব্যাপার হলেও, আপনি চাইলে আজই এই স্কিন প্যাকটি ব্যবহারের মাধ্যমে আপনার কম্পিউটারকে দিতে পারেন উইন্ডোজ ৯ এর লুকিং ।



"Download For Windows 7"

"Download For Windows 8 & 8.1"

স্কিন প্যাকটির মেইন সাইট লিংক


কিটক্যাট স্কিন প্যাক (KitKat Skin Pack):-


আমার বিগত সব টিউন গুলো ছিল Android বিষয়ক, তাই পিসি বিষয়ক টিউনেও হালকা Android এর ছোঁয়া রাখলাম । আমরা সবাই জানি, গুগোলের ওএস Android এর ভার্শন 4.4 এর নামকরন হয়েছে কিটক্যাট । আর কিটক্যাট এর ইন্তারফেস কে কেন্দ্র করে তৈরি হয়েছে এই স্কিন প্যাক । তাই যারা Android প্রেমী আছেন, ভালো লাগলে স্কিন প্যাকটি ব্যবহার করতে পারেন ।

"Download For Windows 7"

"Download For Windows 8 & 8.1"

স্কিন প্যাকটির মেইন সাইট লিংক

 



 

অবশেষে বাই বাই



 

এবার উইন্ডোজ এক্সপি তেই পাবেন উইন্ডোজ ৮ এর টাইলস এর স্বাদ really




আজকে আপনাদের সাথে একটি সুন্দর সফটওয়্যার শেয়ার করছি, যা উইন্ডোজ এক্সপি/ সেভেন এ উইন্ডোজ ৮ এর টাইলস এনে দিবে। কি?? ভাবছেন কি বিশাল সফটওয়্যার-ই না হবে।। তাই তো?? আর পিসিকে ভয়ানক স্লো করবে?? তাই না??? আমি বলছি কিছুই হবে না। আর এর সাইয মাত্র ৭.৩৮ এমবি। একবার ডাউনলোড করেই দেখুন ভয়ানক মজা :D হা হা... এবার আর উইন্ডোজ ৮ লাগবে না...

দেখে নিন কিছু স্ক্রিন শটঃ

 



 

 



এওয়ার্ডঃ



 

সফটটির নামঃ উইন মেট্রো

 



 

   ডাউনলোড করতে ঘুরন্ত বলে ক্লিক করুন


                                                                        

ডাউনলোড করে নিন Cycberlink Power DVD 12 ফুল ভার্সন ফ্রী

এই টিউনে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি Cycberlink Power DVD 12 ফুল ভার্সন ফ্রী ডাউনলোড ।। তাও মিডিয়াফাইয়ার লিংক.....

এইটিতে নতুন অনেক সিস্টেম দেয়া হয়েছে  :D



এই সফটওয়্যার টি ডাউনলোড করার জন্য ক্লিক করুন এইখানে

ডাউনলোড করে নিন Nimbuzz v2.1.0 কম্পিউটার এর জন্য।।



আজ আমি আপনাদের জন্য এনেছি Nimbuzz v2.1.0  এই সফটওয়্যার টি ধারা আপ্নারা চ্যাট করতে পারবেন খুব সহজেই আপনাদের যেকোন সোসিয়াল ওয়েবসাইট এর বন্ধুদের সাথে খুব সহজেই । সফটওয়্যার টি ডাউনলোড করে ইন্সটল করে নিন আপনার কম্পিউটার এ তারপর এক্তি Nimbuzz অ্যাকাউন্ট খুলে আপনার পছন্দের সসিয়াল ওয়েবসাইট অ্যাড করুন এবং শুরু করুন চ্যাট ।


সফটওয়্যার টি ডাউনলোড করার জন্য ক্লিক করুন এইখানে

ভাল লাগলে কমেন্ট কইরেন । ভাল থাইকেন......।

 

Reg Cure Pro একটি কাজের সফটওয়্যার

নিয়ে নিন ESET Smart Security 6 সাথে Lifetime Activation




ESET Smart Security 6 নিয়ে অনেক গুলো টিউন হয়েছে । কিন্তু আমি একটি টিউনেও Lifetime activation পাইনি । তাই আজ আপনাদের জন্য আমার এই টিউন । [এর আগে যদি এ ব্যাপারে টিউন করে থাকে তবে আমি দুঃখিত। আমি অনেক খুজেছি কিন্তু পাইনি।]

নিয়ে নিন ESET Smart Security 6 সাথে Lifetime Activation

তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ESET Smart Security 6 এর সাথে Lifetime Activation । [ এটা beta version তবে Active করে আপডেট করে নিলে টা RC version হয়ে যাবে।]


ESET Smart Security অ্যান্টিভাইরাস সম্পর্কে নতুন করে কিছু বলার নেই ।

আমি এই Antivirus টি windows8 এ ব্যাবহার করছি। এখন পর্যন্ত কোন সমস্যা পায় নি। ঠিক মতই কাজ করছে ।

প্রথমে ESET Smart Security 6 ডাউনলোড করে নিন এখান থেকে

Download:-ESET Smart Security 6 Beta (32 Bit)

Download:-ESET Smart Security 6 Beta (64 Bit)

আর Lifetime Activation টি ডাউনলোড করে নিন এখান থেকে

ESET PureFix

প্রথমে ESET Smart Security 6 টি setup দিন ।

আশা করি সবাই ঠিক মত setup দিতে পারবেন । যদি কোন সমস্যা হয় তবে এই টিউন টি দেখতে পারেন । [ উক্ত টিউন এ ESET Smart Security 5 এর টা দেখানো হয়েছে । তবে দুটোর setup এবং active করার পদ্ধতি একই । আমি পরের বেশির ভাগ কথা গুলোই উক্ত টিউন থেকেই কপি করে নিয়েছি]

Setup দেয়া শেষ হলে প্রোগ্রামটি রান করুন এবং Activate Later বাটনে ক্লিক করুন।

এরপর কম্পিউটার রিস্টার্ট করুন Safe Mode এ। (বি:দ্র: কম্পিউটার Safe Mode এ Start করার জন্য আপনার কম্পিউটারটি Restart হওয়ার সময় BIOS information Screen থেকে অদৃশ্য হওয়ার সাথে সাথে এবং Windows logo চলে আসার আগেই কী-বোর্ডের F8 বাটনটি চাপ দিয়ে Safe Mode সিলেক্ট করুন। কিছুক্ষন অপেক্ষা করুন।)

কম্পিউটার Safe Mode এ Start হওয়ার পর ESET PureFix v2.02.exe file টি Run করুন।



Enable বাটনে ক্লিক করুন।

কিছুক্ষন পর Confirmation Message পাওয়ার পর কম্পিউটারটি Normal Mode এ Restart করুন।



উপরের ছবির মত সব কিছু, বিশেষ করে basic overview তে ESET Smart Security is Activated লেখা থাকলে বুজবেন সব কিছু ঠিক আছে ।অ্যান্টিভাইরাসটি আপডেট করে নিন।ব্যস কাজ শেষ। এবার ব্যবহার করা শুরু করুন নিশ্চিন্তে।

addresses easy Download :




Ditulis Oleh : Lynch Smyton // 18.20


বাংলা ফন্ট দেখতে ও টাইপ করতে অসুবিধা হচ্ছে?? বাংলার পড়া ও লেখা সহ বাংলার চোদ্দ গুষ্টির সমাধান এক পোষ্টটেই



ফন্টে সমস্যা?|Font






DOWNLOAD BANGLA FONTS : Siyam Rupali ; Solaiman Lipi







 

 

*DOWNLOAD ICOMPLEX SOFTWARE


 

 



 

 

1.Download Opera Mini from http://mini.opera.com/.





*DOWNLOAD LINK FOR BENGALI TYPING SOFTWARE

 

In English:


How to View Bangla Website.

Shortest Way

  • Install Unicode Bangla Font.

  • Browse with Internet Explorer (IE6+) or Firefox (FF2+).

  • If it does not work then set the Encoding to UTF-8 or Unicode whatever is available in browser setting.

  • If any problem persists then go to following steps according to your Operating System and Browser.


 

Operating System Settings

Windows XP (Service Pack 2)

  • You need to have Internet Explorer (IE6+), Opera (Opera 9) or Firefox (1.5+) to view Bangla Properly.

  • You need Unicode Bangla Font in your System. We recommend SolaimanLipi.

  • You need Complex Scripts (Indic Text) support from your Operating System.


Windows 95, 98, ME and NT

  • These operating systems contain no support for Bangla script but You may be able to view Bangla with Internet Explorer 6.0 with Appropriate Unicode Font.


Windows Vista

  • Bangla script support is automatically enabled.

  • Just Install Unicode Bangla Font.


Mac OS X

Gnome

  • You do not need to do anything to enable viewing of Indic text in Gnome 2.8 or later. Ensure you have Bangla Unicode fonts.


KDE

  • You do not need to do anything to enable viewing of Indic text. Ensure you have appropriate Unicode fonts for each script you wish to view.


 

Browser Settings
Internet Explorer

  • From menu Select, View -> Encoding -> Unicode (UTF-8) this should work fine if does not then go following steps.

  • From menu, go to “Tools>Internet Options”

  • From this window click on “Fonts”

  • Click on the drop down list for “Language Scripts” and select “Bengali” from this drop down list (you may have to scroll up to locate it)

  • Select any desired Bangla font (SolaimanLipi) for “Web Page Font”. Then click ok and ok again


Mozilla Firefox

  • From menu click on “Tools” and select “Options”

  • From this window click on “Content”.

  • Click on “Advanced” button.

  • Click on the drop down list for option “Fonts for” select “Bengali” from this list.

  • Complete all the option fields by selecting “SolaimanLipi”

  • Select “Default Character Encoding” as “Unicode (UTF-8)” and click ok.

  • Click ok again to complete your setup.

  • Note: Firefox 3 is working fine. Please, use Firefox 3.


Opera

  • From menu click on “Tools” and select “Preferences”

  • Click on “Advanced” tab, click on “Fonts” from left menu and click “International Fonts”

  • Choose writing system “Bengali” from drop-down list

  • Choose a font (SolaimalLipi) for normal font. click ok until you exit from preferences


Google Chrome

  • Click on the “Tools” icon and Select “Options”

  • On the “Minor Tweaks” tab, click on “Change font and language settings” button

  • On the “Fonts and Languages” dialogue box, click on “Fonts and Encoding” tab

  • Select any Bangla font (SolaimanLipi) as “Serif” and “Sans-serif” fonts

  • Select “Unicode (utf-8)” as the “Default Encoding”

  • Click OK and Click Close


Safari

  • Open Safari, Goto Edit -> Preferences

  • Click on Appearance

  • On the Standard Font and Fixed-Width Font, Select Solaimanlipi in both Fields and Leave the font size as it was

  • Click on Default Encoding, and select Unicode (UTF-8) and close the box

  • Restart Safari


Opera mini - Mobile Device

  • Write opera:config into the address bar then enter

  • Set “Use Bitmap font for complex script” to “Yes”

  • Save


How to Install Bangla Font in Windows

  • Download any Bangla unicode font.
    We Recommended ”SolaimanLipi”. Download SolaimanLipi.

  • Copy to ”c:windowsfonts” or ”control panelfonts” folder to view bangla in the web pages.c:windows refers to your Windows Directory.


How to Enable Complex Script (Indic Text) Support in Windows

  • Go to control panel -> Regional and Language Options -> Language, and check the “Install files for complex scripts and right-to-left languages” option. You will need your Windows XP SP2 installer CD to install these new files.

  • Just download and install “I-COMPLEX”.
    Download “i-complex”.


 

* This simple installer is developed by OmicronLab. & VistaArc. 1. Opera Mini is registered trademark of Opera Software ASA.

পৃথিবীতে ঘটে যাওয়া অবিশ্বাস্য ও রহস্যজনক কিছু ছবির কথা





পৃথিবীতে ঘটে যাওয়া অবিশ্বাস্য ও রহস্যজনক কিছু ছবির কথা

পৃথিবীতে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে নানান ঘটনা সাক্ষী হিসেবে সেসব ঘটনার কিছু স্থির চিত্র রয়ে যাচ্ছে, আজ আমরা আপনাদের অবিশ্বাস্য কিছু ঘটনার ছবির বিষয়ে জানাব।

Unbelievable-Photos-1

অবিশ্বাস্য প্রথম ছবিঃ এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি অগ্নি কুণ্ডলীর ছবি যেখানে আগুনের ধোঁয়াটি অনেকটাই বিশাল এক দানবের মত রূপ নিয়েছে। ধোঁয়ার কুণ্ডলীর ফাঁক দিয়ে আগুনের আভা দেখা যাচ্ছে যা অনেকটাই অগ্নি দানবের চোখের মতোই।

Unbelievable-Photos-2

অবিশ্বাস্য দ্বিতীয় ছবিঃ এটি একটি দ্বীপকে ঘিরে আকাশে খেলা করা একটি মেঘের অবস্থান দেখাচ্ছে , দেখে মনে হচ্ছে ঐ দীপে সত্যিকারের মেঘ দূতের আবির্ভাব হয়েছে।Unbelievable-Photos-4

 

অবিশ্বাস্য তৃতীয় ছবিঃ এখানে দেখুন একদল পর্যটক জাহাজের উপর থেকে সাগরে কত কাছ থেকে তিমি দেখছে। তিমি টি খেলা করতে করতে দর্শনার্থীদের খুব কাছে চলে এসেছে ফলে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তিমিটি এতই বিশাল যে এর সামান্য নড়া চড়ায় সম্পূর্ণ জাহাজ দুমড়েও যেতে পারে।

Unbelievable-Photos-5

 

অবিশ্বাস্য তৃতীয় ছবিঃ এটি একটি পারমাণবিক চুল্লীর ছবি এটি আকাশ থেকে তোলা হয়েছে এখানে পারমাণবিক চুল্লীর নির্গত ধোঁয়া এবং মেঘ মালা একই সাথে মিশে যাচ্ছে এবং তৈরি করেছে অসাধারণ এক আবাহ!

Unbelievable-Photos-6-387x600

 

অবিশ্বাস্য পঞ্চম ছবিঃ এটি একটি দ্বীপে অবস্থিত বিশাল খাড়া উঁচু পাহাড়। সম্পূর্ণ পাহাড়টি পাথরের। ঠিক ভাবে খেয়াল করে দেখলে দেখবেন পাহাড়ের চূড়াতে এক ব্যাক্তি সাইকেল নিয়ে কসরত করছেন। বিষয়টি যতই সোজা মনে হোকনা কেন ঐ সাইকেল আরোহীর বুকের পাটা আছে বলতেই হবে

 

Unbelievable-Photos-8

 

অবিশ্বাস্য ষষ্ঠ ছবিঃ এটি একটি হেলিকপ্টার উড্ডয়নের মোহড়া। ৪টি হেলিকপ্টার উড়তে উড়তে এতই কাছা কাছি চলে এসেছিল যে এরা নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সাথে ভয়ংকর সংঘর্ষে জড়িয়ে যায়।

 

Unbelievable-Photos-9

 

অবিশ্বাস্য সপ্তম ছবিঃ ছবিটি একটি ফটোগ্রাফির কারসাজি! দেখে মনে হচ্ছে এক লোক দাড়িয়ে আছে তবে ঠিক ভাবে খেয়াল করতে এটি অদৃশ্য মনে হবে।

Unbelievable-Photos-11 (1)

 

অবিশ্বাস্য অষ্টম ছবিঃ এটি একটি কোরিয়ান বাহিনীর মার্চ পাসের ছবি। ছবিটি দেখে বুঝা যাচ্ছে সামরিক বাহিনীর ছন্দ এবং নিমন তান্ত্রিকতা কতটা প্রবল!

Unbelievable-Photos-12

 

 

অবিশ্বাস্য নবম ছবিঃ এটি একটি বিমানের রান ওয়ে ছেরে ট্রাফিক রাস্তায় অবতরণের ছবি। এটি দেখে অনেকেই ভাবতে পারেন এটি কি করে সম্ভব? হ্যাঁ এটি সম্ভব হয়েছে, এটি একটি বিমানের যান্ত্রিক ত্রুটিতে জরুরী অবতরণের দৃশ্য।

 

Unbelievable-Photos-14

 

 

অবিশ্বাস্য দশম ছবিঃ এটি একটি যুদ্ধ জাহাজ থেকে যুদ্ধ মোহড়া চলাকালে কামানের গোলার নিক্ষেপণের দৃশ্য।

Unbelievable-Photos-16-349x600

 

 

অবিশ্বাস্য একাদশ ছবিঃ এটি একটি পাহাড়ের ছবি দেখে মনে পড়ছে বিখ্যাত আভাতার ছবির কথা? হ্যাঁ ঐ ছবিতে পরিচালক জেমস ক্যামেরুন এমন কিছু পাহাড় ব্যবহার করেছিলেন।

Unbelievable-Photos-18-408x600

 

 

অবিশ্বাস্য দ্বাদশ ছবিঃ প্রথম দেখে সবার মনে হবে এটি একটি এঁকে বেঁকে চলে আসা সাপের ছবি! আসলে না এটি একটি নদী। প্রকৃতির কি অপরূপ সৃষ্টি দেখুন!

 
Blogger Widgets