আমারা অনেকেই আমাদের প্রিয় Android এর Battery Backup এবং ফ্রী RAM নিয়ে চিন্তায় থাকি। অনেক অ্যাপ আছে যেগুলো অযথা ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে এবং অনেক RAM + Battery খায়। এজন্য হয়তো অনেকে অনেক অ্যাপ ইউজ করে বিভিন্ন অ্যাপ ফ্রিজ করে রাখেন। কিন্তু পরবর্তী তে অই অ্যাপ ইউজ করতে হলে অনেক ভেজাল করতে হয়। আজ যেই অ্যাপ টি নিয়ে লিখছি সেটির নাম "GREENIFY" । (এটি ব্যাবহার করার জন্য আপনার Android অবশ্যই ROOTED হতে হবে) মাত্র 600 KB এর অ্যাপ। এটি দিয়ে আপনার অপ্রয়জনিও অ্যাপ গুলো হাইবারনেট করে রাখতে পারবেন। অর্থাৎ আপনি জদি অ্যাপ টি রান করলে অ্যাপ টি চালু হবে আবার বের হয়ে গেলে হাইবারনেট হয়ে থাকবে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড এ রান করবে না। এতে আপানর RAM + BATTERY দুটোই সেভ হবে
প্রথমে অ্যাপ টি ডাউনলোড করুণ
অ্যাপ টি ওপেন করুণ । তারপর সুপার ইউজার পারমিশন এপ্প্রুভ করুণ। এভবার + বাটন টি তে ক্লিক করুণ
এরপর নিচের স্ক্রীনশট এর মত একটা পেজ আসবে। সেখান থেকে জেই অ্যাপ গুলো হাইবারনেট করতে চান সেগুলো সিলেক্ট করুণ
অ্যাপ সিলেক্ট করা শেষ হলে ওকে বাটন টি ক্লিক করুণ
আপনার কাজ শেষ সব অ্যাপ Hibernate হয়ে গেছে
Happy Androiding
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন