Pages

উইন্ডোজ ৯ এবং কিটক্যাট স্কিন প্যাক, উইন্ডোজ ৭, ৮ এবং ৮.১ ব্যবহারকারীদের জন্য



 

আপনাদেরকে উপহার দেবো সুন্দর ২টি স্কিন প্যাক । স্কিন প্যাক ব্যবহারের মাধ্যমে কম্পিউটার এর একঘেয়েমি লুকিং থেকে বের হয়ে আশা যায় । তাই যারা তদের কম্পিউটারকে নতুন লুকিং দিতে চান তাদেরকে এই টিউনটি বেশ সহযোগীতা করবে ।

জানালা ৯ স্কিন প্যাক (Windows 9 Skin Pack):-


উইন্ডোজ ৮.১ রিলিজের সময়টাতে উইন্ডোজ ৯ এর কনসেপ্ট সম্পর্কে বেশ কিছুটা ধারনা পাওয়া গিয়েছিল । উইন্ডোজ ৯ মার্কেটে আসা বেশ সময়ের ব্যাপার হলেও, আপনি চাইলে আজই এই স্কিন প্যাকটি ব্যবহারের মাধ্যমে আপনার কম্পিউটারকে দিতে পারেন উইন্ডোজ ৯ এর লুকিং ।



"Download For Windows 7"

"Download For Windows 8 & 8.1"

স্কিন প্যাকটির মেইন সাইট লিংক


কিটক্যাট স্কিন প্যাক (KitKat Skin Pack):-


আমার বিগত সব টিউন গুলো ছিল Android বিষয়ক, তাই পিসি বিষয়ক টিউনেও হালকা Android এর ছোঁয়া রাখলাম । আমরা সবাই জানি, গুগোলের ওএস Android এর ভার্শন 4.4 এর নামকরন হয়েছে কিটক্যাট । আর কিটক্যাট এর ইন্তারফেস কে কেন্দ্র করে তৈরি হয়েছে এই স্কিন প্যাক । তাই যারা Android প্রেমী আছেন, ভালো লাগলে স্কিন প্যাকটি ব্যবহার করতে পারেন ।

"Download For Windows 7"

"Download For Windows 8 & 8.1"

স্কিন প্যাকটির মেইন সাইট লিংক

 



 

অবশেষে বাই বাই



 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger Widgets