Pages

অ্যান্ড্রয়েডের কিছু কমন সমস্যা এবং সমাধান !!



বর্তমান সময়ের একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। দিন দিন অ্যান্ড্রয়েড ইউজার এর সংখ্যা বেড়েই চলেছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ করা অনেক সহজ হলেও মাঝে মধ্যে ইউজাররা কিছু সমস্যায় পড়েন। এরকম কিছু কমন সমস্যা নিয়েই আমার আজকের পোস্ট।


প্যাটার্ন লক সমস্যাঃ



অ্যান্ড্রয়েড এর সবচেয়ে কমন সমস্যাটি হল প্যাটার্ন লক। অনেক অ্যান্ড্রয়েড ইউজার আছেন যারা নিজের ডিভাইস টি সুরক্ষিত রাখার জন্য প্যাটার্ন লক ব্যবহার করে থাকেন। তবে সমস্যাটি তখনই হয় যখন আপনি আপনার প্যাটার্ন লক এর প্যাটার্ন টি ভুলে যান এবং আপনি অথবা অন্য কেউ বার বার আপনার ডিভাইসে কয়েকবার ভুল প্যাটার্ন ইনপুট করে। যাই হোক চলুন দেখি এই সমস্যার সমাধা কি?

প্রথম সমাধানঃ

কয়েকবার ভুল প্যাটার্ন দেয়ার পর আপনার ডিভাইস আপনার ইমেইল আইডি এবং পাসওয়ার্ড চায়। অতএব আপনি আপনার গুগল ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিলেই ডিভাইস টি আনলক হয়ে যাবে।

দ্বিতীয় সমাধানঃ

অনেক সময় ফোনে ইন্টারনেট কানেকশন থাকে না। তাই ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা সম্ভব হয় না। তখন প্যাটার্ন লক বাইপাস

করার জন্য নিচের পদ্ধতি অনুযায়ী কাজ করুন।

১) প্রথমে ভলিউম আপ কি চেপে ধরুন।

২) তারপর হোম বাটন চেপে ধরুন।

৩) একই সাথে পাওয়ার বাটন চেপে ধরুন।

৪) ফোন অন হলে বাটন গুলো ছেড়ে দিন।

৫) এবার অ্যান্ড্রয়েড রিকভারি মেনু থেকে Wipe data/ factory reset সিলেক্ট করুন। মনে রাখবেন factory reset দেয়ার পর আপনার ফোনে কোন ডাটা থাকবে না। সব মুছে যাবে।

৬) ফোন রি বুট হবে এবং প্যাটার্ন লক চলে যাবে।

বুটলুপ সমস্যাঃ

বুটলুপ অ্যান্ড্রয়েড এর একটি কমন সমস্যা। তবে এই সমস্যার সহজ সমাধান ও রয়েছে। সাধারনত কাস্টম রম ফ্ল্যাশ করলে অনেক সময় ডিভাইসে বুটলুপ সমস্যাটি দেখা দেয়। তাই কাস্টম রম বা স্টক রম ফ্ল্যাশ দেয়ার সময় মনে রাখতে হবে যে, রম ফ্ল্যাশ দেয়ার পর আপনাকে ফোনের ডাটা ওয়াইপ করতে হবে। তা নাহলে আপনার ডিভাইস টি বার বার রিবুট হতে থাকবে। ধরে নিচ্ছি আপনার ডিভাইস টি রুট করা আছে এবং আপনার ডিভাইসে কাস্টম রিকভারি যেমন- ক্লকওয়ার্ক মোড রিকভারি ইন্সটল করা আছে। তাহলে চলুন দেখি আপনার ডিভাইস টি বার বার রি বুট হতে থাকলে কি করবেন…



১) আপনার ডিভাইস টি অফ করে নিন।

২) এবার রিকভারি মোডে যান। রিকভারি মোডে যাওয়ার জন্য বিভিন্ন ডিভাইসে বিভিন্ন বাটন কম্বিনেশন ইউজ করতে হয়।

৩) রিকভারি মোডে উপরে বা নিচে যাওয়ার জন্য সাধারনত ভলিউম বাটন গুলো ব্যবহার করা হয় এবং মেনু গুলোর যে কোন একটি সিলেক্ত করার জন্য পাওয়ার বা হোম বাটন ব্যবহার করা হয়।

৪) রিকভারি মোডে যেয়ে “advanced” সিলেক্ট করুন। এরপর “wipe dalvik cache” সিলেক্ট করে dalvik cache ক্লিয়ার করুন।

৫) তারপর মেইন মেনুতে ফিরে আসুন এবং “wipe data factory reset” করুন।

৬) এরপর মেইন মেনু থেকে “wipe cache partition” সিলেক্ট করে cache partition ক্লিয়ার করুন।

৭) এরপর মেইন মেনু থেকে “reboot system now” দিন।

আশা করি এবার আপনার ডিভাইসটি আর রিবুট হবে না।

রিকভারি মোড সমস্যাঃ

অনেক সময় রম ফ্ল্যাশ করার পর আপনার ডিভাইসটি সরসরি রিকভারি মোডে চলে যেতে পারে। অর্থাৎ আপনার ফোন সরাসরি রিকভারি মোডে অন হবে। এক্ষেত্রে আপনি উপরের পদ্ধতি অনুযায়ী ডাটা ওয়াইপ করে দেখতে পারেন। তবে তাতে অনেক সময় সমস্যার সমাধান হয় না। সাধারনত ভুল রম ফ্ল্যাশ করার কারনে এই সমস্যা হয়ে থাকে। চলুন দেখি এই সমস্যার সমাধান কি?

১) প্রথমে আপনার যে রম টি ফ্ল্যাশ করবেন তার জিপ ফাইল টি আপনার ফোনের এসডি কার্ডে কপি করে নিন।

২) রিকভারি মোডে যান।

৩) রিকভারি মোড থেকে উপরের পদ্ধতি অনুযায়ী ডাটা ওয়াইপ করে নিন।

৪) এবার মেইন মেনু থেকে “install zip from sd card >choose zip from sd card সিলেক্ট করে যে জিপ ফাইল টি কপি করে রেখেছিলেন তা সিলেক্ট করে দিন।

৫) ফ্ল্যাশ হয়ে গেলে আপনার ডিভাইস টি রিবুট করুন।

এই পদ্ধতি অনুসরণ করে আপনি আপনার ডিভাইস এর জন্য যে কোন কাস্টম রম ফ্ল্যাশ দিতে পারবেন।

ডাউনলোড করে নিন বেস্ট DVD Burning সফটওয়ার Alcohol 120%

 
 

সেদিন হঠাত একটা CD বার্ন করার দরকার পড়লো।তাই নেটে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম DVD Burning সফটওয়ার Alcohol 120%.এটাকে CD/DVD বারনিং এর জগতে সেরা বলা যেতে পারে।এই সফটওয়ার দিয়ে DVD রাইটিং করা অনেক সহজ এবং ফাস্ট।এটা দিয়ে বার্ন করলে ফাইল করাপ্ট হয় না বললেই চলে।Cnet রিভিউতে এটি 5/5 পেয়েছে।আর হা,এটা শুধু XP তে Support করবে।

চলুন তাড়াতাড়ি ডাউনলোড করে নেই।ডাউনলোড লিঙ্ক-

                                                             

 

কোন Crack,Patch or Key এর ঝামেলা ছাড়াই Internet Download Manager 6.15 Build 2 2013 Preactivated ডাউনলোড করুন



আজ আমি আপনাদের সাথে Internet Download Manager 6.15 Build 2 2013 Preactivated শেয়ার করব। IDM সম্পর্কে হয়ত আপনাদের তেমন কিছুই বলতে হবেনা। কারন আমাদের সবার কাছে এটি খুবই পরিচিত একটি সফটওয়্যার। আমরা অনেকেই এটা ইউজ করি। যাই হক Internet Download Manager 6.15 Build 2 2013 Preactivated  ডাউনলোড করুন নিচ থেকে।


 



ডাউনলোড বাটন এ ক্লিক লাগন






***স্লো পিসির এক্সট্রিম স্পীড পেতে চান?? তাহলে আপনার জন্যই এই টিউন, এসে গেছে “PC Tools Performance Toolkit”, দ্রুত ডাউনলোড করে নিন $39.99 USD মুল্যের অসাধারন এই সফটওয়্যারটি একদম ফ্রী তে***



আজ আপনাদের উপহার দিব একটি গুরত্বপুর্ন সফটওয়্যার যেটি আশা করি সেটি আপনাদের সবারই কম বেশি কাজে লাগবে।



আমরা আমাদের পিসিতে কাজ করার সময়, বিভিন্য সফটওয়্যার ইন্সটল আনইন্সটলের সময় এবং বিভিন্য কারনে অপ্রয়োজনীয় ফাইল এবং রেজিস্ট্রি জমা হয় এবং নানা রকম ঝামেলা করে। আমাদের পিসিতে অনেক সময় খালি এরর ম্যাসেজ দেখায় যা আমাদের চরম বিরক্তির কারন হয়। এ সবই হয় পিসির রেজিস্ট্রির সমস্যার কারনে। আমরা অনেকেই এইসব রেজিস্ট্রি ক্লিন করার জন্য বিভিন্য সফটওয়্যার ইউজ করি, আমিও করতাম। অনেক আগে থেকেই আমি এটি ইউজ করি। কিছুদিন আগে এটির নতুন এবং আপগ্রেড ভার্সন বের হয়। এটি আপনার পিসির চিপায়, চাপায় অলিতে গলিতে যত সব,যত রকম অপ্রয়োজনীয় রেজিস্ট্রি জমা হয়ে আছে তা খুজে বার করে এবং কপাকপ ক্লিন করে। ফলে সকল এরর সমস্যার সমাধান হয় এবং পিসিও হয়ে উঠে সুপার ফাস্ট। সফটওয়্যারটির নাম



"PC Tools Performance Toolkit"


সফটওয়্যারটির আগের ভার্সন নিয়ে একটি টিউন করেছিলাম, কিছুদিন আগে এটির নতুন ভার্সন এসেছে। এটি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী। আগের ভার্সনের তুলনায় এটিতে আর অনেক সুবিধা যুক্ত করা হয়েছে, যা আসলেই অনেক কাজের।



আমরা নিজেদের পিসিকে ফাস্ট রাখতে কত কিছুই না করি! কত কত হেভীওয়েট ইউটিলিটিস সফটওয়্যার ইউজ করি। আর আমরা যে সব বান্দা,যাদের পিসির কনফিগারেশন কম তাদের তো কথাই নেই।



স্লো পিসির কারনে আমাদের কত সমস্যাই না পোহাতে হয়, বার বার হ্যাং করা, কপি পেস্ট হতে দেরি করা, বুটিং টাইম বেশি লাগা ইত্যাদি ইত্যাদি, এটি দিয়ে পিসির চমৎকার টিউন আপ ও করা যায়। চলুন এক নজরে দেখে আসি সফটওয়্যারটির রিভিউ,



১. সফটওয়্যারটির মেইন মেনু এটি। আপনার পিসির হেলথ সহ কিছু ইনফর্মেশন শো করবে, যেমন লাস্ট বুট টাইম, এইচডিডি ইনফর্মেশন ইত্যাদি।




২. জাস্ট "1 click optimization" ক্লিক করুন। অটোমেটিক সব এরর রিমুভ করবে।



৩. এছাড়া ম্যানুয়ালি আপনার রেজিস্ট্রি ক্লিন করতে পারবেন, রেজিস্ট্রি কমপ্যাক্ট করতে পারবেন, ডিস্ক ভালোভাবে ডিফ্র্যাগ করতে পারবেন, আরো পারবেন উইন্ডোজ এর স্টার্ট আপ টাইম কমানো এবং উইন্ডোজ ওপ্টিমাইজ করে এর গতি খানিকটা বৃদ্ধি করতে।



৪. পারবেন বিভিন্য প্রাইভেসি এবং প্রাইভেসি থ্রেট অথবা হার্মফুল ট্রেসিং ক্লিন করতে, এছাড়া এইচডিডি ব্লিচ করা এবং কোন ফাইলকে পারমানেন্ট ভাবে ডিলিট করাও যাবে।



৫. এই টুলের সাহায্যে পারবেন ডিলিট হওয়া ফাইল ফিরিয়ে আনতে, আরো পারবেন ডুপ্লিকেট ফাইল ডিলিট করতে। এছাড়াও ড্রাইভ রিপেয়ার এবং রেজিস্ট্রি ব্যাকআপ এবং তা, পরে রিস্টোর করতেও পারবেন।



৬. সেটিং মেনুর সাহায্যে অ্যাপ্লিকেশান টিকে মনের মত টিউন করে নিন, এতে অটো কেয়ার সুবিধাও আছে।


তো এক নজরে দেখে নিন সফটওয়্যারটির অফিসিয়াল ফিচার...................


PC Tools Performance Toolkit Features:




  • Clean and Compact Registry. Speed up your PC by cleaning and repairing errors.

  • Defragment Disks. Optimize and defrag drives for faster access.

  • Optimize Windows®. Speed up Windows with PC Tools’ preset optimizations.

  • Boost Windows Startup and Shutdown. Speed up your startup and shutdown times.

  • Find Duplicate Files. Remove duplicate files to improve drive performance.

  • Clear Cookies and Browser History. Erases Internet activities from your browsers.

  • Clear Browser Passwords and Form Data. Erases saved passwords and form information.

  • Clear Temporary and Deleted Files. Free up hard drive space by clearing unused files.

  • Clear Recent File History. Erases your recently opened files lists.

  • Shred Files. Permanently shreds files and folders from your computer.

  • Bleach Disks. Permanently wipes your deleted files, making them unrecoverable.

  • Recover Lost Files. Find and recover music, photos and documents.

  • Repair Drives. Analyze and repair your drives.


এই হল সফটওয়্যারটির মোটামুটি রিভিউ...........................................


তো আর দেরি কেন??? এক্ষুনি ডাউনলোড করে ফেলুন $39.99 USD মুল্যের অসাধারন এই সফটওয়্যারটি, একদম বিনা মুল্যে.......


তাই দেরি না করে এখনি ডাউনলোড বাটন এ ক্লিক করুন


                                                                         


                                                                          


                                                                                        


*** crack করা এবং সিরিয়াল দেওয়ার সময় অবশ্যই এন্টিভাইরাস ডিজেবল এবং নেট কানেকশন অফ করে নিবেন................



(11) অচেনা অতিথি



আপনার পিসি কি স্লো,ওপেন হতে বেশি সময় লাগে ?? তাহলে দেখে নিন সেরা দশে থাকা 8টি সিস্টেম ইউটিলিটি যা আপনার পিসিকে করবে দ্রুত গতির। মেগা টিউন ।



Advanced System Optimizer: সিস্টেম ইউটিলিটি জগতে যত সফটওয়্যার আছে তার মধ্যে এটির অবস্থান এক নাম্বারে । আমরা প্রতিদিন কিছু প্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল দেয়ার সাথে সাথে কিছু অপ্রয়োজনীয় সফটওয়্যার/ফোল্ডার ইন্সটল দিয়ে ফেলি ।এর ফলে পিসি অনেক স্লো হয়ে যায়। এডভান্স সিস্টেম অপ্টিমাইজার আপনাকে এই সমস্যার সমাধান দিতে পারে । এই সফটওয়্যার এর মাধ্যমে সহজেই স্পাইওয়্যার, এডওয়্যার, অতিরিক্ত ফাইল-ফোল্ডার রিমুভ করতে পারবেন ।


এক নজরে এর ফিচার সমুহঃ

  • এটি আপনার পিসি এর সমস্যা নির্ণয় করতে ও আপনার কম্পিউটার এর মান বজায় রাখতে সাহায্য করবে ।



  •  এটি এক ক্লিক এর মাধমে আপনার হার্ড ড্রাইভ থেকে স্পাইওয়্যার বা বাগ দূর করে ।



  •  এতে আপনার সিস্টেম সহ নিরাপত্তা সেটিংস এর  নিখুঁত এবং অনুরূপ ফাইল লোকেটিং এর বৈশিষ্ট্য আছে ।



  •  আপনার পিসি এর জাঙ্ক ফাইল দূর করবে ।


সফটওয়্যার টির ফুল ভার্সন  ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।

WinZip System Utilities Suite:সিস্টেম ইউটিলিটি জগতে এটির অবস্থান দুই নাম্বার এ । এই সফটওয়্যার টি ব্যবহার করে আপনার পিসির জাঙ্ক,টেম্পোরারি ফাইল, রেজিস্ট্রি এরর ইত্যাদি দূর করতে পারবেন ।

এক নজরে এর ফিচার গুলোঃ


  • পরিস্কার করে জাঙ্ক ডাটা এবং ডিস্ক স্পেস খালি করে । 



  • লুকানো বাগ পরিস্কার করে ।



  • পুরানো এবং অনুপস্থিত ড্রাইভার স্ক্যান করে ।



  • রেজিস্ট্রি এরর পরিষ্কার করে ।



  • আপনার পিসির পারপরমেন্স আগের অবস্থা থেকে দ্রুত করে।


সফটওয়্যার টির ফুল ভার্সন  ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।

TuneUp Utilities: এই সফটওয়্যারটিও মুটামুটি উন্নত মানের ।তবে উপরের সফটওয়্যার গুলোর মত না।

সফটওয়্যার টির ফুল ভার্সন  ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
CCleaner : এই সফটওয়্যারটির সম্ভবত আমরা সবাই জানি । আমরা কম্পিউটার এ অথবা ইন্টারনেট এ কাজ করার সময় কিছু হিস্ট্রি,জাঙ্ক,টেম্পরারি ফাইল সি ড্রাইভ এ জমা হয় ।এই সফটওয়্যার টি ব্যবহার করে আপনি এই সমস্ত ফাইল পরিস্কার করতে পারবেন ।



সফটওয়্যার টির ফুল ভার্সন  ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
Blogger Widgets