Pages

চোখ বন্ধ করে বলে দিন ৩৬৫ দিনের নাম- সাথে ইংরেজি সন ও তারিখ থেকে বাংলা সন, মাস, তারিখ ও বারের নাম বের করার অন্যোন্য কৌশল। (বৈশাখী উপহার)

সামনে পহেলা বৈশাখ। বৈশাখকে সামনে রেখে আপনাদের জন্য আমার এই ছোট্ট উপহার। এক ডোসই যথেষ্ট।


আজকে আমার আলোচ্য বিষয়, কোন একটি তারিখ শুনে বারের নাম বলার কৌশল। অর্থাৎ ৩৬৫ দিনের বারের নাম বলার কৌশল। বিষয়টা বড় মনে হলেও কৌশলটা একেবারে সোজা।  প্রথমে আমি আপনাদের ইংরেজি তারিখ থেকে বারের নাম বলার কৌশল উপস্থাপন করব। এর পর ইংরেজি সাল হতে বাংলা সাল এবং ইংরেজি তারিখ হতে বাংলা তারিখ মাসের নাম ও বারের নাম বের করার কৌশল উপস্থাপন করব। তাই কৌশলগুলো মনোযোগ সহকারে পড়ুন, কয়েকবার নিজে নিজে প্র্যাকটিস করুন। তারপর আপনার কেলমা দেখান ।  আর  আপনার ব্যারেইনে  যদি যোগ বিয়োগ করার ক্ষেত্রে ক্যালকুলেটর গতি থাকে , তাহলে আমার বলার কিছু নাই। সব জনতাই বলবে।  হ্যা বিষয়টি আয়ত্ত করার মাধ্যমে আপনি মহাবীর শমসেরও  হয়ে যেতে পারেন আর বন্ধুদেরকে আপনার ক্যালমা দেখিয়ে যা ইচ্ছা খেতে পারেন।  আমারটা কিন্তু আপনাদের কাছে পাওনা রইল। পহেলা বৈশাখে পান্তা আর ইলিশ খাওয়াইতে ভুল্লেইনা কিন্তু।


বুঝতে পারছি। খাওয়ানোর কথা বললে মাথা গরম হয়ে যায়। আচ্ছা বাবা সবুর করেন। শুরু করছি।


নিচের নিয়মটি সঠিক ভাবে অনুসরণ করুন।আপনাকে শুধু দুইটি জিনিস জানতে হবে।



  • একটি মাসের কোড।



  • অপরটি বারের কোড।


২০১৪  সালের বার মাসের জন্য কোডটা হল



  • “চার, শূন্য, শূন্য, তিন, পাঁচ, এক, তিন, ছয়, দুই, চার, শূন্য, দুই”



  • সংক্ষেপে “চা শু শু, তি পা এ, তি ছ দু, চা শু দু”



  • অথবা   “৪০০, ৩৫১, ৩৬২, ৪০২” এই সংখ্যাগুলো হল জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিক ভাবে প্রতিটি মাসের কোড। অর্থাৎ জানুয়ারি হলে “৪” ফেব্রুয়ারি হলে “০” এভাবে ডিসেম্বর পর্যন্ত।


এবার বারের কোড জানার পালা। একদম সোজা।


শনিবার থেকে ধারাবাহিক ভাবে শুক্রবার পর্যন্ত বারের কোড নাম্বার হল ১ থেকে ৭। অর্থাৎ ১ হলে শনিবার, ২ হলে রবিবার এভাবে শুক্রবার পর্যন্ত।


এবার আসল কাজ। যে মাসের যে তারিখের নাম জানতে চাওয়া হবে, সে মাসের তারিখের সাথে সে মাসের বারের কোড যোগ করুন। যোগফল ১- ৭ এর মধ্যে হলে বারের কোড অনুসারে বারের নাম বলে দিন। ব্যাস খালাস। বুঝতে পারেন নাই। উদাহরণ দিচ্ছি সহজে বুঝতে পারবে।


২০১৪ সালের এপ্রিলের ২ তারিখ কি বার?


এপ্রিল  মাসের কোড  তিন(৩)।


মাসের কোড + তারিখ


৩+২=৫


বারের কোড অনুসারে ১ শনিবার হলে ৫ হয় বুধবার। অর্থাৎ এপ্রিলের ২ তারিখ বুধবার।


ক্যাল্লা ফাতে। শিখে ফেলেছেন? আরে না। আসল কথাইতো বলিনাই। যদি যোগফল ৭ এর বেশি হয় তাহলে-


চিন্তা করার কিছু নাই।  প্রথমে উক্ত যোগফলকে ৭ দিয়ে ভাগ দিন। অবশিষ্ট ভাগফলটা হল বারের কোড। ভাগফল শূন্য হলে শুক্রবার। মনে করুন, যোগফল যদি ১৩ হয়  ৭ দিয়ে ভাগ দিলে ভাগফল থাকে ৪ । ৪ মানে মঙ্গলবার।


উদাহরণঃ ২০১৪ সালের জানুয়ারির ১৫ তারিখ কি বার?


নিয়ম অনুসারে জানুয়ারি মাসের কোড “৪”। মাসের কোড+ তারিখ


৪+১৫= ১৯ (যোগফল ৭  এর চেয়ে বড়)


১৯/৭ ভাগফল ৫। বারের কোড অনুসারে ৫ হল বুধবার। অর্থাৎ জানুয়ারির ১৫ তারিখ বুধবার।


এবার আপনাদের পরীক্ষা নিবঃ


২০১৪ সালের অক্টোবরের ২৪ তারিখ কি বার ?


২০১৪ সালের জুনের ফেব্রুয়ারির ২৫ তারিখ কি বার?


 শুক্রবার আর মঙ্গলবার আপনার উত্তর হলে বুঝতে হবে আপনি কৌশলটি বুঝতে পেরেছেন। এখন মাঠে নামার আগে নিজে নিজে কয়েকটা তারিখ নিয়ে প্র্যাকটিস করুন। ব্যাস। আপনি এখন ৩৬৫ দিনের নাম জানেন। আরে ভাই আপনি কৌশলটা শিখে পেলেছেন। বন্ধুদের সাথে বাজি ধরে খাওয়ার ফন্দিও আটতেছেন নাকি। দেইখেইন কিন্তু?


এবার বাংলাটা বের করব। প্রথমে ইংরেজি সাল থেকে বাংলা সাল বের করার পালা।


নিয়মঃ  ইংরেজি সাল  থেকে ৫৯৩ বিয়োগ করলে পাবেন বাংলা সাল।


তাহলে বলেন তো এখন বাংলা কত সাল। হ্যা এখন ২০১৪-৫৯৩ = ১৪২১ বঙ্গাব্দ(১৪ এপ্রিল থেকে)।


এবার বাংলা মাসের নাম ও তারিখ জানার পালা।


বাংলা ১ লা বৈশাখ সবসময় ইংরেজি এপ্রিল মাসের ১৪ তারিখে শুরু হয় এবং অন্যান্য মাস গুলো ইংরেজি মাসের ১৩-১৬ তারিখের মধ্যে হয়ে থাকে। ১৯৯৬ সালের পর থেকে এপ্রিল মাসের ১৪ তারিখকে বাংলা ১লা বৈশাখ হিসাবে উদযাপন করা হয়।


মনে রাখবেন বাংলা বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই পাঁচ মাস ৩১ দিনের হয় আর বাকি সব মাস ৩০ দিনের হয়।


এবার জেনে নিন ইংরেজি মাসের কত তারিখে বাংলা মাস শুরু হয়। ইংরেজি মাসের ১৩-১৬ তারিখের মধ্যে বাংলা মাসের শুরু হয়।  যেহেতু ইংরেজি ১৩-১৬ তারিখের মধ্যে বাংলা সব মাসের শুরুর দিন থাকে তাই শুরুর ১ বাদ দিয়ে বার ডিজিটের কোড টি মনে রাখুন।


কোডটিহলঃ ৪ ৫৫ ৬৬৬৬ ৫৫ ৪৩৫


কোডটি এপ্রিল থেকে ধারাবাহিক ভাবে মার্চ এবং বাংলা বৈশাখ থেকে ধারাবাহিকভাবে চৈত্র মাস পর্যন্ত। অর্থাৎ






















































বৈশাখ



জ্যৈষ্ঠ



আষাঢ়



শ্রাবণ



ভাদ্র



আশ্বিন



April



May



June



July



august



September



14



15



15



16



16



16



কার্তিক



অগ্রাহন



পৌষ



মাঘ



ফাল্গুন



চৈত্র



October



November



December



January



February



March



16



15



15



14



13



15



এবার আসল কাজ। আমি সরাসরি উদাহরণ দিয়ে উপস্থাপন করছি। ভালভাবে খেয়াল করুণ।


২০১৪ সালের এপ্রিলের ২৮ তারিখ বাংলা কি মাস ও কত তারিখ কি বার?


প্রথমে ২০১৪সাল মানে ২০১৪-৫৯৩= ১৪২১ বঙ্গাব্দ। আর বারের নাম আগের নিয়মে। অর্থাৎ ২৮ এপ্রিল হল ৩+২৮=৩১/৭= ৩ (অবশিষ্ট থাকে)। অর্থাৎ সোমবার।


এবার বাংলা মাসের নাম ও তারিখ বের করার পালা। দেখুন আমাদের বাংলা মাসের কোড শুরু হয়েছে ইংরেজি এপ্রিল মাস  থেকে। এপ্রিলের ১৪ তারিখ ১ বৈশাখ। মাসের নাম বের হয়ে গেলে তারিখ বের করার জন্য নিচের নিয়মটি মনে রাখুন।


তারিখ থেকে মাসের কোড বাদ দিন সাথে ১ যোগ করুন।


২৮-১৪= ১৪+১ =১৫ বৈশাখ। তাহলে ২০১৪ সালের ২৮ এপ্রিল হল ১৫ বৈশাখ ১৪২১ বঙ্গাব্দ রোজ সোমবার।


আশা করি বুঝবার পারছেন।


এবার নিজেকে যাচাই করুন নিচের তারিখটির সমাধান বের করে


কাজী নজরুল ইসলামের জম্ম ১৮৯৯ সালের ২৫ মে জন্ম গ্রহণ করেন। আপনাদেরকে বলতে হবে এই বছর কাজী নজরুল ইসলামের কত তম জন্মদিন, বাংলা কোন মাসের কত তারিখ ও কি বার।


????????????????????????????????????????????????????????????????????????????????????????????


বিঃ দ্রঃ অতিমাত্রায় পণ্ডিতদের থেকে সাবধান।  আপনাকে জিজ্ঞেস করতে পারে ফেব্রুয়ারির ৩০ তারিখ কিংবা জুনের ৩১ তারিখ কি বার। এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নবেম্বর এই চার মাস কখনো ৩১শা হয় না। অপর পক্ষে ফেব্রুয়ারি কখনো ৩০শা হয় না। খেয়াল রাখবেন কিন্তু।


খুদরী (রাঃ) থেকে বর্নিত



খুদরী (রাঃ) থেকে বর্নিত রাসুল (সাঃ) বলেছেনঃ-
মৃত ব্যক্তিকে খাটিয়ায় রেখে লোকেরা যখন কাঁধে বহন করে নিয়ে যায় তখন সে নেককার হলে বলতে থাকে,(আমাকে এগিয়ে নিয়ে চল,আমাকে এগিয়ে নিয়ে চল) , আর সে নেককার যদি না হয় তাহলে সে বলতে থাকে (হায় আফসোস,হায় আফসোস) এটাকে নিয়ে কোথায় যাচ্ছো? মানুষ ও জ্বীন ব্যতিত সব কিছুই তার আওয়াজ শুনতে পায়। মানুষ তা শুনতে পেলে অবশ্যই বেহুশ হয়ে যেত। [সহীহ বুখারী/৯৪৩]
ইয়া রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, দয়াকরে তুমি আমাদেরকে ঈমানের সাথে, আমলের সাথে মৃত্যু দান করিও। আমীন। সুম্মা আমীন।



Youtube video download করুন এক নিমিসেই…সাথে আছে Player ও Converter Free



আজ আপনাদের দেখাব কি ভাবে খুব সহজে  YouTube  Video Download  করা যায়।


প্রথমে এই  youtube video downloder  টি download করুন। এর পর যেই ভিডিও টি download করতে চান।তার url টি copy করে paste করুন। নিচের ছবির মত।




 





 

ফেরআউনের লাশ-



ফেরআউনের লাশ-
যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের
জন্য জীবন্ত নিদর্শন। পিরামিডে/যাদুঘরে যত লাশ সংরক্ষিত
আছে সবগুলোই মমি করা শুধু ফেরআউনের
লাশটি ব্যতীত। এটি কোন ধরণের উপাদান
ব্যতীতই সংরক্ষিত আছে। ফেরাউন তার সম্প্রদায়কে ডেকে বলল,
হে আমার কওম, আমি কি মিসরের
অধিপতি নই? এই নদী গুলো আমার
নিয়ন্ত্রণে প্রবাহিত হয়, তোমরা কি দেখ
না? {সুরা যুখরুফ, আয়াত-৫১} আর বনী-ইসরাঈলকে আমি নীলনদ পার
করিয়েছি। তারপর তাদের পশ্চাদ্ধাবন
করেছে ফেরাউন ও তার সেনাবাহিনী,
দুরাচার ও বাড়াবাড়ির উদ্দেশে। অতঃপর
যখন আমি তাকে ডুবিয়ে দিলাম তখন
সে বলল, এবার ঈমান আনছি তিনি ছাড়া কোন মা’বুদ/উপাস্য নেই
যাঁর উপর ঈমান এনেছে বনী-ইসরাঈলরা।
বস্তুতঃ আমিও তাঁরই অনুগতদের অন্তর্ভুক্ত।
এখন একথা বলছ! অথচ তুমি ইতিপূর্বে না-
ফরমানী করছিলে। এবং পথভ্রষ্টদেরই
অন্তর্ভুক্ত ছিলে। অতএব আজ আমি তোমার দেহকে সংরক্ষণ এর ব্যবস্থা করব
যাতে তোমার লাশ
পরবর্তীতে আগমণকারীদের জন্য নিদর্শন
হতে পারে। আর নিঃসন্দেহে বহু লোক
আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না।
{সুরা ইউনুস, আয়াত-৯০-৯৩} এখনো পৃথিবীতে এমন মানুষ
আছে যারা নাকের ডগায় মৃত্যুর ঘ্রাণ
পেয়ে তারপর আল্লাহকে বিশ্বাস
করে কিন্তু তখন আর কী কাজ হবে। ## আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন
ইসলামের শাশ্বত বাণী। হৃদয় থেকে হৃদয়
উদ্ভাসিত হোক ঈমানের আলোকচ্ছটায়।






ফেরআউনের লাশ-<br/>যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের<br/>জন্য জীবন্ত নিদর্শন। পিরামিডে/যাদুঘরে যত লাশ সংরক্ষিত<br/>আছে সবগুলোই মমি করা শুধু ফেরআউনের<br/>লাশটি ব্যতীত। এটি কোন ধরণের উপাদান<br/>ব্যতীতই সংরক্ষিত আছে। ফেরাউন তার সম্প্রদায়কে ডেকে বলল,<br/>হে আমার কওম, আমি কি মিসরের<br/>অধিপতি নই? এই নদী গুলো আমার<br/>নিয়ন্ত্রণে প্রবাহিত হয়, তোমরা কি দেখ<br/>না? {সুরা যুখরুফ, আয়াত-৫১} আর বনী-ইসরাঈলকে আমি নীলনদ পার<br/>করিয়েছি। তারপর তাদের পশ্চাদ্ধাবন<br/>করেছে ফেরাউন ও তার সেনাবাহিনী,<br/>দুরাচার ও বাড়াবাড়ির উদ্দেশে। অতঃপর<br/>যখন আমি তাকে ডুবিয়ে দিলাম তখন<br/>সে বলল, এবার ঈমান আনছি তিনি ছাড়া কোন মা’বুদ/উপাস্য নেই<br/>যাঁর উপর ঈমান এনেছে বনী-ইসরাঈলরা।<br/>বস্তুতঃ আমিও তাঁরই অনুগতদের অন্তর্ভুক্ত।<br/>এখন একথা বলছ! অথচ তুমি ইতিপূর্বে না-<br/>ফরমানী করছিলে। এবং পথভ্রষ্টদেরই<br/>অন্তর্ভুক্ত ছিলে। অতএব আজ আমি তোমার দেহকে সংরক্ষণ এর ব্যবস্থা করব<br/>যাতে তোমার লাশ<br/>পরবর্তীতে আগমণকারীদের জন্য নিদর্শন<br/>হতে পারে। আর নিঃসন্দেহে বহু লোক<br/>আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না।<br/>{সুরা ইউনুস, আয়াত-৯০-৯৩} এখনো পৃথিবীতে এমন মানুষ<br/>আছে যারা নাকের ডগায় মৃত্যুর ঘ্রাণ<br/>পেয়ে তারপর আল্লাহকে বিশ্বাস<br/>করে কিন্তু তখন আর কী কাজ হবে। ## আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন<br/>ইসলামের শাশ্বত বাণী। হৃদয় থেকে হৃদয়<br/>উদ্ভাসিত হোক ঈমানের আলোকচ্ছটায়।






RoboCop DVD RIP – ফুল মুভি ৫০০ এমবি + রিসুম






এবার দেখে নিন RoboCop 2014
পুরনো সেই ছোট বেলায় দেখা RoboCop
পূর্ণ নির্মিত এই ছবি তে RoboCop কে
দেখা যাবে সম্পূর্ণ নতুন বডি-আরমরে


১-২ সাপ্তাহ আগে হল প্রিন্ট র ফুল মুভি পেলেও
আমার ইছা ছিল কম্পখে DVD - RIP
ভার্সন টি আপনাদের উপহার দেওয়া


এবার দেরি না করে ডাউনলোড করে নিন
পউষ - সাপোর্টেড ডাইরেক্ট লিংক থেকে


 




আশা করি মুভি টি সবাই পছন্দ করবেন


 
Blogger Widgets