Pages

আপনার ANDROID এর RAM ও Battery দুটোই সেভ করুণ একটি মাত্র অ্যাপ দিয়ে



আমারা অনেকেই আমাদের প্রিয় Android এর Battery Backup এবং ফ্রী RAM নিয়ে চিন্তায় থাকি। অনেক অ্যাপ আছে যেগুলো অযথা ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে এবং অনেক RAM + Battery খায়। এজন্য হয়তো অনেকে অনেক অ্যাপ ইউজ করে বিভিন্ন অ্যাপ ফ্রিজ করে রাখেন। কিন্তু পরবর্তী তে অই অ্যাপ ইউজ করতে হলে অনেক ভেজাল করতে হয়। আজ যেই অ্যাপ টি নিয়ে লিখছি সেটির নাম "GREENIFY" । (এটি ব্যাবহার করার জন্য আপনার Android অবশ্যই ROOTED হতে হবে) মাত্র 600 KB এর অ্যাপ। এটি দিয়ে আপনার অপ্রয়জনিও অ্যাপ গুলো হাইবারনেট করে রাখতে পারবেন। অর্থাৎ আপনি জদি অ্যাপ টি রান করলে অ্যাপ টি চালু হবে আবার বের হয়ে গেলে হাইবারনেট হয়ে থাকবে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড এ রান করবে না। এতে আপানর RAM + BATTERY দুটোই সেভ হবে



প্রথমে অ্যাপ টি ডাউনলোড করুণ 


                                                                              

অ্যাপ টি ওপেন করুণ । তারপর সুপার ইউজার পারমিশন এপ্প্রুভ করুণ। এভবার + বাটন টি তে ক্লিক করুণ



এরপর নিচের স্ক্রীনশট এর মত একটা পেজ আসবে। সেখান থেকে জেই অ্যাপ গুলো হাইবারনেট করতে চান সেগুলো সিলেক্ট করুণ



অ্যাপ সিলেক্ট করা শেষ হলে ওকে বাটন টি ক্লিক করুণ



আপনার কাজ শেষ :D সব অ্যাপ Hibernate হয়ে গেছে



Happy Androiding :)



 

ডাউনলোড করুন Avast 9 Internet Security/Pro License File সহ একদম ফ্রীতে!!!



অ্যাভাস্ট অত্যন্ত জনপ্রিয় ও বহুল ব্যবহৃত শক্তিশালী অ্যান্টিভাইরাস যা আপনার কম্পিউটারকে বিভিন্ন ক্ষতিকর ভাইরাস থেকে দূরে রাখবে।এর আরেকটি বড় সুবিধা হল এটি পিসিকে একদম slow করেনা। কিছুদিন আগে বের হয়েছে avast antivirus এর নতুন ভার্সন avast 9 । নতুন ভার্সন এ বেশকিছু পরিবর্তন করা হয়েছে । এর scanning system আগের চাইতে দ্রুতগতিসম্পন্ন আর শক্তিশালী করা হয়েছে । Interface এর ও পরিবর্তন করা হয়েছে। আগের উইন্ডোজ ৮ যে অ্যাভাস্ট ৮ এর black screen সমস্যা ছিল তা পুরোপুরি সমাধান করা হয়েছে। নিচের লিঙ্ক থেকে Avast Internet Security/Pro  এবং license file ডাউনলোড করুন।


Avast Internet Security-

                                               

Avast Pro-

                                             

License File-

                                           

কম্পিউটারের যেকোনো ড্রাইবারের ব্যাকআপ নিন ফ্রীতে

যদি আপনার কম্পিউটারের কোনো ড্রাইবারের সমস্যা হয় এবং হাতের কাছে mother board এর cd ও নেই তখন আপনি কি করবেন। দোকানে নিয়ে যাবেন নাকি নিজেই ঠিক করবেন। যদি আপনি আপনার কম্পিউটারের ড্রাইবারের ব্যকআপ নিয়ে রাখেন তাহলে কেমন হয়। হ্যা আপনি ফ্রীতে আপনার কম্পিউটারের ড্রাইবারের ব্যকআপ নিতে পারেন। এজন্য আপনি এই লিঙ্ক থেকে software টি ডাউনলোড করতে পারবেন। এটি portable তাই ইনস্টল করার প্রয়োজন নেই। software টি extract করে open করুন backup ক্লিক করুন scan current system দিয়ে যে ড্রাইবার ব্যাকআপ নিবেন সেটি সিলেক্ট করুন তারপর backup now তে ক্লিক করুন Destination এ backup folder দেখিয়ে দিন। আবার restore করার সময় software open

আপনার এন্ড্রয়েড কে করে ফেলুন Windows 8… মাত্র 4MB Apps এর মাধ্যমে।





আজ আপনাদের সাথে একটি মজার ও আকর্ষনীয় এন্ড্রয়েড অ্যাপ নিয়ে কথা বলব।আপনি হয়তো কিছুদিন আগে অর্থাৎ নোকিয়া লুমিয়া সিরিজ বাজারে আসার পুরবে এন্ড্রয়েড চালিত ফোন কিনেছিলেন কিন্তু নোকিয়া ফোন বাজারে আসার পর নোকিয়ার প্রতি বেশি ভাললাগা কাজ করছে তাহলে আজ থেকে এই অ্যাপ দ্বারা আপনার এন্ড্রয়েড চালিত মোবাইল কে এখন করে ফেলুন নোকিয়া উইন্ডোজ চালিত মোবাইল।বিশ্বাস হচ্ছে না? আপনি নিচে দেওয়া লিঙ্ক থেকে প্রথমে অ্যাপ টি ডাওনলোড করে নিন তারপর অন্যান্য সফটওয়্যার এর মতই ইন্সটল করে নিন। এবার ওপেন করে দেখুন আপনার মোবাইল টি সত্যিই উইন্ডোজ ৮ হয়ে গেছে।


 


—————————————–


Name: Launcher8


—————————————–


Type Of File: APK


—————————————–


Size: 4.53 MB (4,759,519 bytes)


—————————————–


Varsion: 1.3.0


—————————————–


Launcher 8 for Android Launcher 8 for Android


অ্যাপ টি ডাওনলোড করার জন্য


                                               



                            




PC নাই তো কি হইছে। নিয়ে নিন Adobe Photoshop Latest Version, আপনার Android Phone এর জন্য। Edit করেন Dhoomছে



বর্তমানে স্মার্টফোন গুলোতে ভাল মানের ক্যামেরা থাকে। আমরা নানা কারনে অনেক ছবি তুলি। কিন্তু সব সময় ছবি আমাদের তোলা ছবি গুলো মন মত হয়না! তাই আমরা ছবি এডিট করতে চাই। আর ছবি এডিট করার জন্য অনেক অ্যাপ আছে। কিন্তু সব অ্যাপ গুলো ভাল হয় না।
আজ আপনাদের জন্য নিয়ে এলাম অন্যতম সেরা ফটো এডিটিং অ্যাপ।… Adobe Photoshop Touch for Phone!!! যার প্লে স্টোর মুল্য ৫ ডলার!





ফিচারঃ
১) এই অ্যাপ এ পাচ্ছেন নানারকম ফটোশপ ফিচার যেমনঃ লেয়ার, সিলেকশন টুল, এবং নানারকম ফিল্টার যা ছবিকে করবে আকরষনীয়!!
২) ক্লাসিক ফটোশপ ফিচারের মাধম্যে ছবি হবে আরো দারুন!! ছবিতে যুক্ত করুন টেক্সট , স্ট্রোকস, ফেইডস ইত্যাদি!
৩) Photoshop Touch এর দ্বারা ছবিতে দিন নানা ইফেক্ট, সাথে আছে ফিল্টারিং ব্রাশ!! মানে , ছবিকে ক্রিয়েটিভ করার অনেক উপাদানের সম্ভার আছে Photoshop Touch এ।
৪) Photoshop Touch এর সাহায্যে মুহুরতেই দুটি ছবিকে জোড়া দিতে পারেন। রিফাইন এজ ফিচারের দ্বারা কিছু সিলেক্টিভ অংশেও এডিট করতে । যেমনঃ মাথার চুল
৫) এই অ্যাপ এর সাথে পাচ্ছেন ফ্রি দুই জিবি ক্লাউড স্টোরেজ। তাই সহজেই আপনার ফটোগুলো ক্লাউডে সেভ করতে পারেন।
৬) সর্বচ্চো ১২ মেগাপিক্সেল এর ছবি এডিট করার সুবিধা আছে!!



Developer: Adobe Systems
Google Play Store Rating: 3.9/5
Price: $4.99

ডাউনলোড করতে নিচে ডাউনলোড বাটন এ ক্লিক করুন




                              
Blogger Widgets